ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সিপিএলে ভোরে মুখোমুখি ওয়ার্নার-স্মিথ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৭ ১৯:৪৫:৪৬
সিপিএলে ভোরে মুখোমুখি ওয়ার্নার-স্মিথ

ত্রিনবাগোর বিপক্ষে ৫৫ বলে বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার।

অন্যদিকে প্রথম ম্যাচেই মাঠে নেমে ৪৩ রানের ইনিংস খেলেন স্টিভেন স্মিথ।

সেন্ট লুসিয়ার ড্যারন স্যামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৭ টায়। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস টু চ্যানেল।

এর আগের সব কয়টি ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ওয়ার্নার-স্যামি-পোলার্ডদের স্টার্রস। অন্যদিকে বারবাডোস তাদের এক ম্যাচের একটিতেই জয় পেয়ে আছে শক্ত অবস্থানে।

সেন্ট লুসিয়া স্টারর্স স্কোয়াড:এন্ড্রে ফ্লেচার, ডেভিড ওয়ার্নার, রহকিয়েম কর্নওয়াল, কিয়েরন পোলার্ড (অধি:), লেন্ডল সিমন্স, চন্দ্রপল হেমরাজ, ড্যারেন স্যামি, কভম হজ, মিচেল ম্যাকক্লানাঘান, কাইয়াস আহমদ, ওবেড ম্যাককয়, ক্যাস্রিক উইলিয়ামস, ক্রিস্টোফার ল্যামমন্ট, ওডিয়ান স্মিথ, জাস্কারন মালহোত্রা, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ সামি

বার্বাডোজ ট্রাইডেন্টস স্কোয়াড:ডোয়াইন স্মিথ, মার্টিন গুপটিল, শায় হোপ, স্টিভেন স্মিথ, নিকোলাস পুর্ন, জেসন হোল্ডার (অধি:), রেমোনের রেফার, ইমরান খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, টিওন ওয়েবস্টার , শামার স্প্রিংগার, সানি সোহাল, চেমর হোল্ডার, ডমিনিক ড্রাকস

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে