বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে মহামূল্যবান জিনিস চাইলেন তামিম ইকবাল

ধারণা করা হচ্ছিল আনামুল হক বিজয় অথবা সৌম্য সরকারের মধ্যে যে কোন একজন তামিমের সাথে সার্ভিস দিয়ে যাবে। কিন্তু হতাশ হয়েছেন তামিম ইকবাল। তার বিশ্বাস, একজন সঙ্গী জুটে যাবে। ২০০৭ থেকে এই দুজন ছাড়াও তামিমের ওপেনিং সঙ্গী ছিলেন- আশরাফুল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ, নাজিম উদ্দিন, ইমরুল কায়েস, মেহরাব জুনিয়ররা।
কেউ টিকে যেতে পারেননি। তবে এদের মধ্যে কেউ তামিমের সাথে ঠিকভাবে টিকে থাকতে না পারলেও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার জুটি তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।
শুধু তাই নয় বিশ্বের ১৫ তম সেরা ওপেনার জুটি বাংলাদেশের তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে এই দুই ওপেনার ১১২ ইনিংসে ওপেনিং করেছেন। এই ১১২ ইনিংসে এই দুইজন মিলে ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে যোগ করেছেন ৪১১৯ রান। ৩৭ গড়ে এই দুই ব্যাটসম্যান ৬ টি সেঞ্চুরি এবং ১৯ টি হাফ সেঞ্চুরি করেছেন।
ওপেনিং জুটিতে এই দুইজনের সর্বোচ্চ পার্টনারশিপ ৩১২ রান। এছাড়া বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা ওপেনিং জুটি তামিম ইকবাল এবং সৌম্য সরকার। এই দুই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে গত তিন বছরে ৫২ ইনিংস ওপেনিং করেছেন। ৫২ ইনিংস মিলিয়ে এই দুইজন রান সংগ্রহ করেছেন ১৭৪৪ রান। ওপেনিং জুটিতে তাদের গড় ৩৩ রান। ৪ টি সেঞ্চুরিসহ ৬টি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ রয়েছে এই দুজনের। এক ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপ ১৫৪ রান।
২০১৯ বিশ্বকাপ সামনে রেখে তবুও আশার কথা জানাচ্ছেন তামিম। তিনি বললেন, ‘সঙ্গী না পাওয়া হতাশার নয়। আমি দলের সঙ্গে থেকে যা দেখি, যাদের দায়িত্ব দেওয়া হয়, তারা সবাই প্রচণ্ড চেষ্টা করে। অনুশীলন করে। নিজেদের উন্নতি করতে যতটা করার দরকার, করার চেষ্টা করে। কোনোভাবে হচ্ছে না। যে লেভেলে আমরা চাই, সেটা হচ্ছে না। ‘
নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে দেশসেরা ওপেনার আরও বলেন, ‘কিন্তু ওদের কারও যোগ্যতা নিয়ে আমরা সংশয় নেই। আমার সঙ্গে যারাই ওপেন করেছে, সবারই সামর্থ্য আছে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার। আমার কাছে মনে হয়, একটি-দুটি ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলে সেই আত্মবিশ্বাস নিয়েই ওরা দলে থিতু হতে পারবে।
বিশ্বকাপের বেশি দিন নেই। তবে আমাদের অনেক খেলা আছে। টিম ম্যানেজমেন্ট যাদের নিয় ভাবছে, আশা করি তাদের যথেষ্ট সময় দেওয়া হবে। পর্যাপ্ত সুযোগ পেলে আশা করি ওরা ভালো করবে তারা।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
- মুস্তাফিজকে দলে নিতে আইপিএলের ৩ দলের প্রস্তাব, তবে আছে শর্ত
- আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নের উত্তরে যা বললেন প্রধান উপদেষ্টা