ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

রেকর্ড ৩৪ ছক্কার ৪৩০ রানের ম্যাচের হাইলাইটস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৭ ১৫:৫৮:২৭
রেকর্ড ৩৪ ছক্কার ৪৩০ রানের ম্যাচের হাইলাইটস

আজ সেন্ট লুসিয়ার ড্যারন স্যামি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে রান খরায় থাকা ডেভিড ওয়ার্নারের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় সেন্ট লুসিয়া। এই ম্যাচে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ বল খেলে ৭২ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার।

এছাড়া ২৯ বলে ৫৩ রানের ইনিংস আরেক ব্যাটসম্যান রাকিম কর্ণওয়াল। আর শেষ দিকে কিয়েরন পোলার্ডের ২৩ বলে ৬৫ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রানের সংগ্রহ পায় সেন্ট লুসিয়া।

জবাবে ২১৩ রানের বড় লক্ষ্যে ব্যাটিয়ে নামেন ত্রিনবাগোর দুই ওপেনার সুনীল নারিন ও ক্রিস লিন। ২০ রানেই দুই ওপেনারের বিদায়ে চাপের মুখে পড়ে ত্রিনবাগো। তবে চাপ সামলে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দলকে ৭১ পর্যন্ত টেনে নেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান কলিন মানরো। এরপরই উইকেটে এসেছিলেন ড্যারন ব্রাভো। আর ব্যাট হাতে চালান ব্যাটিং তান্ডব।

শেষ ৫ ওভারে যখন ৮৫ রান তখন ১ বল বাকী থাকতেই দলকে জয়ের বন্দর নিয়ে তবেই দম ফেলেন ড্যারন ব্রাভো। উইকেটে এসে বল খেলেন মাত্র ৩৬টি। যার মধ্যে বাউন্ডারিই হাঁকান ১৬টিতে। ৬ চার ও ১০ ছক্কায় মাত্র ৩৬ বলে ৯৪ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে দুর্দান্ত জয় উপহার দেন ব্রাভো।

দুই ইনিংস মিলে এই টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাকানোর নতুন রেকর্ড হয়েছে। সেন্ট লুসিয়া আর ত্রিনবাগো নাইট রাইডার্স মিলে ছক্কা হাকিয়েছেন ৩৪ টি। যা টি-টোয়েন্টি যে কোন ম্যাচে সর্বোচ্চ ছক্কার সংখ্যা।

সংক্ষিপ্ত স্কোর:সেন্ট লুসিয়া স্টারর্স: ২১২/২ (২০ ওভার)ডেভিড ওয়ার্নার ৭২*(৫৫), কর্ণওয়েল ৫৩ (২৯), কাইরন পোর্লাড ৬৫*(২৩)।

ত্রিনবাগো নাইট রাইডার্স: ২১৮/৫ (১৯.৫ ওভার)ড্যারন ব্রাভো ৯৪* (৩৬), ম্যাককুলাম ৬৮ (৪২),কলিন মুনরো ২৫ (২১)।

ম্যান অফ দ্যা ম্যাচ: মাত্র ৩৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকা ড্যারন ব্রাভো।

এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ত্রিনিবাগো নাইট রাইডার্স। অন্যদিকে ৪ ম্যাচে কোন জয় না পেয়ে পয়েনড় টেবিলের তলানিতে সেন্ট লুসিয়া স্টারর্স।

দেখুন ম্যাচটির হাইলাইটস….

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে