ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

‘অবৈধ অস্ত্র’ রাখার দায়ে ফাঁসলেন মেসির ভাই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৭ ১৫:৩১:০৫
‘অবৈধ অস্ত্র’ রাখার দায়ে ফাঁসলেন মেসির ভাই

কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে মেসির ভাইকে জেল খাটতে হচ্ছে না। এর বদলে আগামী আড়াই বছর সামাজিক কর্মকাণ্ডমূলক কাজ করলেই নিজের অপরাধ থেকে মুক্তি পাবেন মেসির ভাই। তদন্তকর্তাদের সাথে সমঝোতার মাধ্যমে কারাভোগের শাস্তির বদলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

গতবছর পারানা নদীতে মাতিয়াসের বিধ্বস্ত নৌকার মধ্যে অস্ত্র পাওয়া যায়। নৌকার আশে পাশে রক্তের দাগ থাকায় সন্দেহ জাগে নিরাপত্তাকর্মীদের মনে। প্রাথমিকভাবে তাকে আটক করে পুলিশ। কিন্তু কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পান মাতিয়াস।

আনুষ্ঠানিক শুনানিতে মাতিয়াসের আইনজীবী জানান যে কোন হামলা বা গোলাগুলিতে নৌকার ক্ষতি হয়নি বরং বালুচরের সাথে ধাক্কার কারণে বিধ্বস্ত হয়েছিল নৌকা। তিনি এও জানান যে উদ্ধারকৃত অস্ত্রটি মাতিয়াস মেসির নয়। আদালতের তদন্তে অস্ত্রটি মেসির ভাইয়ের প্রমাণিত হওয়াতেই আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে