ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লো সিপিএল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৭ ১৩:০৩:৪৭
টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লো সিপিএল

টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলে এর আগে সর্বোচ্চ ৩৪ টি ছক্কার রেকর্ড ছিল সেন্ট্রাল ডি ও ওটাগোর ম্যাচে। আর আজ সেন্ট লুসিয়া ও ত্রিনবাগো নাইট রাইডার্স এই রেকর্ড স্পর্শ করেছে। দুই দিল মিলে ছক্কা হাকিয়েছেন ৩৪ টি ছক্কা।

প্রথমে ব্যাট করে পোলার্ড ৭ টি, কর্ণওয়েল ৫ টি, ওয়ার্নার ৩ টি ও ফ্লেচারের এক ছয়ে ইনিংসে মোট ১৬ টি ছক্কা হাকান সেন্ট লুসিয়া স্টারর্স।

এরপর নাইট রাইডার্সের পক্ষে ব্যাট করতে নেমে ড্যারন ব্রাভো একাই ১০ টি ও ম্যাককুলামের ৬ টি এবং নারিন ও রামদিনের ১ টি করে ছয়ে মোট ১৮ টি ছক্কা হাকান তারা।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:সেন্ট লুসিয়া স্টারর্স: ২১২/২ (২০ ওভার)ডেভিড ওয়ার্নার ৭২*(৫৫), কর্ণওয়েল ৫৩ (২৯), কাইরন পোর্লাড ৬৫*(২৩)।

ত্রিনবাগো নাইট রাইডার্স: ২১৮/৫ (১৯.৫ ওভার)ড্যারন ব্রাভো ৯৪* (৩৬), ম্যাককুলাম ৬৮ (৪২),কলিন মুনরো ২৫ (২১)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে