ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৭ ১২:৫৮:৪৬
এশিয়া কাপের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

লঙ্কানদের এশিয়া কাপের দলে নিয়মিত পারফর্মারাই প্রাধান্য পেয়েছেন বেশি। তবে বেশ কয়েকজন নতুন মুখ ডাক পেয়েছে শ্রীলঙ্কার স্কোয়াডে। তারা দলে শাম্মু আশান, শিহান মাদুশঙ্কা, নিশান পেইরিস, কামিন্দু মেন্ডিস ও জিহান ড্যানিয়েল।

লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমাল চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সম্প্রতি। নিষেধাজ্ঞা শেষে এশিয়া কাপে লঙ্কানদের নেতৃত্ব দিবেন তিনিই। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লঙ্কানরা।

তাদের প্রতিপক্ষ এশিয়া কাপের দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের অসাধারণ পারফরম্যান্সের সুখস্মৃতি নিয়ে শ্রীলঙ্কা এশিয়া কাপ খেলতে যাবে।

এবারের এশিয়া কাপে অংশ নেয়ে ছয় দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ৩১ সদস্যের প্রাথমিক দলঃ

থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দীনেশ চান্দিমাল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশাল পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, সাদিরা সামারাবিক্রামা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দাসুন শানাকা, লাহিরু গামেজ, বিষু ফার্নান্দো, দুশমান্থ চামিরা, শিহান মাদুশঙ্কা, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, জেফেরি ভান্দেরসে, আমিলা আপুনসো, লক্ষণ সান্দাকান, নিশান পেইরিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা, জিহান ড্যানিয়েল, শাম্বু আসান, দিমুথ করুণারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আশিথা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে