ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ক্রিকেট থেকে সাব্বির ও নাসিরের ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা চান সুজন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৬ ১৪:০২:১০
ক্রিকেট থেকে সাব্বির ও নাসিরের ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা চান সুজন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের গালী দিয়ে সকলের কাছে ক্রিকেটীয় ভীলেন হয়েছেন সাব্বির। পারফর্মেন্সের সমালোচনা করায় উইন্ডিজ সফরে থাকাকালীন ভক্তদের গালী দেন তিনি। অন্যদিকে ইউটিউবে বিতর্কিত ভিডিওর মাধ্যমে নারি কেলেঙ্কারিতে জড়িয়ে নতুন আরেকটি বিতর্ক জন্ম দিয়েছেন নাসির হোসেন।

সাব্বির ও নাসিরের এরকম কাজের জন্য ক্রিকেট থেকে দশ বছরের নিষেধাজ্ঞা দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সাব্বির ও নাসিরকে নিয়ে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘তাদের ১০ বছরের নিষেদাজ্ঞা দেয়া প্রয়োজন। আশরাফুল যদি এই অপরাধের জন্য এত বছর নিষিদ্ধ হতে পারে তাহলে তারা নয় কে? আমার তো ইচ্ছা করে তাদের ১০ বছর নিষিদ্ধ করতে। সত্যি কথা হল আমি চাই যে এরা আর নাই খেলুক। আমার কথা হল ভুল ভিন্ন ব্যাপার আর একটা ব্যাপার ক্রমাগত করতে থাকলে বুঝতে হবে সেটি আপনার চরিত্রের মধ্যেই আছে।’

এছাড়া তিনি আরও বলেন, ‘তাদের কমপক্ষে তিন বছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা প্রয়োজন। আর কোন ছাড় নেই। তিন বছর যখন আপনি খেলতে পারবেন না এবং আপনার পকেটে টাকা থাকবে না এবং যখন আপনি এই হিরোইজম দেখাতে পারবেন না তখন কিন্তু একেবারে মানুষ হয়ে যাবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে