ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

উয়েফা সুপার কাপে ৫০ সেকেন্ডেই গোলর রেকর্ড গড়লো কস্তার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৬ ১২:৪৭:৪৯
উয়েফা সুপার কাপে ৫০ সেকেন্ডেই গোলর রেকর্ড গড়লো কস্তার

প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে লড়াইটি হয়ে থাকে। এস্তোনিয়ার তালিনে বুধবার রাতে মুখোমুখি হয় স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। আর এই ম্যাচে শুরুর মাত্র ৫০তম সেকেন্ডে রেকর্ড গড়া গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড কস্তা।

মাঝমাঠের আগে থেকে দিয়েগো গদিনের উঁচু করে বাড়ানো বল প্রথম হেডে সামনে বাড়ানোর পথে পরাস্ত করেন সের্হিও রামোসকে, দ্বিতীয় হেডে পিছনে ফেলেন রাফায়েল ভারানেকে আর সবশেষে ছয় গজ বক্সের বাইরে বাইলাইনের কাছ থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

প্রতিযোগিতার ইতিহাসে আগের দ্রুততম গোলের রেকর্ডটি ছিল এভার বানেগার দখলে। ২০১৫ সালে বার্সেলোনার কাছে ৫-৪ ব্যবধানে হারের ম্যাচে তৃতীয় মিনিটে তখনকার রেকর্ডটি গড়েছিলেন সেভিয়ার আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

উলেক্ষ্য, এই ম্যাচে ৪-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নেয় আতলেতিকো মাদ্রিদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে