ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সাফের সেমি ফাইনালে সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাঘিনীরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৬ ১২:২৬:৫৬
সাফের সেমি ফাইনালে সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাঘিনীরা

একটা সেমিফইনাল। পুরো জাতি তাকিয়ে আছে মারিয়া, তহুরা, শামসুন্নাহারদের দিকে। প্রত্যাশার চাপটা অনুভব করেন ফুটবলাররাও। তাইতো চাংলিমিথাংয়ে পড়ন্ত বিকেলে ক্লান্তিকে দূরে ঠেলে টানা অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল। ফুটবল যাদের রন্ধ্রে রন্ধ্রে তাদেরতো আর পিছপা হলে চলবে না। মনে অদম্য আত্মবিশ্বাস নিয়েই তাই ফাইনালের পথে এগোতে চায় বাংলার কিশোরীরা।

সামনে এবার ভুটান বাঁধা। গেল আসরে ভুটানকে হারালেও এবার আর হালকাভাবে নেয়ার উপায় নেই ড্রাগনের দেশের ফুটবল কন্যাদের। পাকিস্তানকে হারিয়ে নিজেদের নারী ফুটবল ইতিহাসে প্রথম জয় পাওয়া ভুটান মুখিয়ে আছে বাংলাদেশকে হারাতে। তাই প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে সচেতন কোচ গোলাম রাব্বানী ছোটন।

বা পায়ে হালকা চোট থাকায় এদিন অনুশীলন করেননি মনিকা চাকমা। নিজেদের চিরচেনা কন্ডিশন ও দর্শকদের সুবিধা থাকবে ভুটানের পক্ষেই। তবে, এ কদিন চাংলিমিথাংয়ে খেলার কারণে মারিয়ারাও অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছেন কন্ডিশনের সঙ্গে। তাই যেকোনো বাধাই জয় করতে প্রস্তুত বলে জানিয়েছেন কোচ ও ফুটবলাররা।

সন্ধ্যা নামতেই চাংলিমিথাংয়ের আকাশে ঝুম বৃষ্টি। একটু কমে এলেই অনুশীলনে নেমে পড়ে ভুটান। তবে, বেশ কড়াকড়ি ছিল বাংলাদেশের গণমাধ্যমের জন্য। তবে, কি সত্যিই বাংলাদেশকে ভয় পাচ্ছেন ভুটানের কোরিয়ান কোচ সুং জে লি।

গেল কয়েক বছরে বেশ পরিবর্তন এসেছে ভুটানের ফুটবলে। নারীদের আলাদা একাডেমি গেলেফুর কল্যাণে বেরিয়ে এসেছে বেশ কজন মেধাবী ফুটবলার। বিশেষ করে সোনাম লামো, দেখি লাঝোমরা এরইমধ্যে নজর কেড়েছেন আসরে।

বাংলাদেশকে শক্তি প্রতিপক্ষ মানলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভুটানের কোচ সুং জে লিও।

তিনি বলেন, বাংলাদেশ ভাল দল। তবে আমার ফুটবলাররাও জয় পেতে শিখে গেছে। আশা করছি ওদের হারিয়ে ফাইনালে উঠতে পারবো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে