ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মেসি না থাকলে আগামী ৩ বছরেও কোন ম্যাচ জিতবে না আর্জেন্টিনা : স্টইচকোভ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৬ ০০:১১:০৭
মেসি না থাকলে আগামী ৩ বছরেও কোন ম্যাচ জিতবে না আর্জেন্টিনা : স্টইচকোভ

এই সংবাদ আগেই সাবেক বার্সা সুপারস্টার স্প্যানিশ পত্রিকা ওলে’ “তে একটা সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে মেসির সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়ে দেন মেসি যদি অবসরে যায়,আগামী তিন বছরেও কোন ম্যাচ জিতবে না আর্জেন্টিনা”

হিস্ট্রো স্টইচকোভ আর ও বলেন,” প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি কি চান, একজনের উপর নির্ভর থাকতে চান নাকি দলের ২২ জনকেই সমান ভাবে কাজে লাগাতে চান। আমি জানিনা এই নতুন আর্জেন্টাইন প্রেসিডেন্ট কি চায়, সে নিজেও হয়তো জানে না সে কি চায়। মেসির নামে সব সময় ই বাজে কথা বলে আর্জেন্টাইন মিডিয়া, যেগুলো পুরোটাই মিথ্যা। আমি মেসির বন্ধু তাই আমাকে আর্জেন্টিনার কোচ বানানো হবে, আমাকে খেলোয়াড় হিসেবে দলে নেওয়া হবে। লিও এমন মানুষ না। সে খেলতে ভালোবাসে। যেদিন থেকে আর খেলবে না সেদিন আর্জেন্টিনার মানুষ বুঝবে তারা কি হারিয়েছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে