ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

পাঁচ মাসেই ভাঙলো ব্রডের সংসার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৬ ০০:০৭:৪০
পাঁচ মাসেই ভাঙলো ব্রডের সংসার!

মলি একাধারে মডেল, উপস্থাপক ও সংগীতশিল্পী। অন্যদিকে ব্রড সবময় ব্যস্ত থাকেন ক্রিকেট নিয়ে। আর দুজনের ব্যস্ততার কারণেই সৃষ্টি হয়েছে এই দূরত্ব।

এ বিষয়ে ব্রড-মলির ঘনিষ্ঠ একটি সূত্র বৃটিশ সংবাদ মাধ্যমকে বলেন, ‘মলি ও ব্রডের রোমান্স পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। দুজনেরই প্রচুর কাজের চাপ। এতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাতের সময়ও হয়ে উঠছিল না। তাই তারা সম্পর্কে ইতিই টেনে দিয়েছেন।’

বৃটিশ সংবাদ মাধ্যম আরও জানা যায়, সম্পর্কে দূরত্ব আসার পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও একে অন্যকে আনফলো করে দিয়েছেন দুই তারকা।

বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত আছেন ব্রড। অপরদিকে বিখ্যাত মিউজিক গ্রুপ ‘দ্য স্যাটারডে’-এর অন্যতম সদস্য মলি ব্যস্ত আছেন তার কাজ নিয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে