ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

আল আমিনের নাম মনে নেই বিসিবির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ২২:৩২:২৬
আল আমিনের নাম মনে নেই বিসিবির

কিন্তু কেন কি হয়েছে? আল আমিনের বোলিং পারফম্যান্স কি অন্যদের থেকে খুব খারাপ? নাকি অন্য কোন সমস্যা।কিন্তু সেটাও তো ঠিক ভাবে বলতে চায় না কেউ।শুধু কি পারফম্যান্সের দোষ দিলে হবে? খেলার সুযোগ তো দিতে হবে।না দিলে পারফম্যান্স কি ভাবে হবে?

আল আমিন এখন বিসিবির এইচপি দলের সঙ্গে রয়েছেন। সেখানে নিয়মিত বোলিং ও ফিল্ডিং অনুশীলন করছেন। তাঁর বোলিং ও ফিল্ডিং দেখে কোচ জাফরুল এহসান আশাবাদী খুব শীগ্রই আবার দলে ফিরবেন এই ডান হাতি পেসার।

আল আমিনের প্রসঙ্গে জাফরুল এহসান বিডিমর্নিংকে বলেন,আল-আমিন ভালো কন্ডিশনে আছে। তাঁর কোনও ইনজুরি নেই। আর যে সমস্যাটা তাঁর ছিলো, কিছু চাকিংয়ের সমস্যা ছিলো সেগুলো সে ওভারকাম করেছে। এখন ভালো জায়গায় সে বল করছে।’

নিজের বোলিং নিয়ে আল আমিন নিজেও অনেক আশাবাদী। ভেবেছিলেন এশিয়া কাপের ৩১ সদস্যের দলে থাকবেন। কিন্তু সেটি হলো না।স্বাভাবিক ভাবেই মনটা তাঁর খারাপ।বুঝতেই পারছেন বিসিবির নজর নেই তাঁর উপর। তাই সামনের টুর্নামেন্ট ভালো পারফম্যান্স করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই এই ডান হাতি পেসারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে