ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

৩১ সদস্যের দল,বাদ পড়লো আরও তিন সিনিয়র তারকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ২০:৪২:২৪
৩১ সদস্যের দল,বাদ পড়লো আরও তিন সিনিয়র তারকার

কারণ সফল ক্যারিবিয়ান সফরের পর বাংলাদেশের নবনিযুক্ত কোচ স্টিভ রোডস বিসিবির কাছে এশিয়া কাপের জন্য ৩০ সদস্যের একটি দল চেয়েছিলেন। যাতে করে আগে থেকে অনুশীলন করার পর বুঝতে পারেন এশিয়া কাপের জন্য কারা উপযুক্ত। তবে এই ৩১ সদস্যের তালিকাতে রাখা হয়নি দুই সিনিয়র ক্রিকেটারকে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্যের দলটি ঘোষণা করা হয়। যেখানে নতুন মুখ হিসেবে এসেছে শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ। সম্প্রতি ‘এ’ দলের হয়ে এরা দারুণ ক্রিকেট খেলেছেন। আর স্কোয়াডে রাখা হয়নি নাছির হোসেন, পেসার তাসকিন ও শফিউল ইসলামকে।

এই ৩১ জনকে নিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্প থেকেই শেষ পর্যন্ত বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের মূল স্কোয়াড।৩১ সদস্যের দল,বাদ পড়লো আরও তিন সিনিয়র তারকার

এক নজরে দেখে নিন বাংলাদেশের ৩১ সদস্যের দল: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে