ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া নতুন তিন টাইগার সম্পর্কে জানুন…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ১৮:৫৭:৩০
এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া নতুন তিন টাইগার সম্পর্কে জানুন…

১. শরীফুল ইসলাম : এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক মাত্র ১৭ বড় বছর বয়সী বাঁহাতি এই পেসার শরীফুল। গত বছর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে লাইমলাইটে আসেন তিনি৷ প্রাইম ব্যাংকের হয়ে মাত্র ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটেও দ্যুতি ছড়ান। আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে ভালো খেলে নির্বাচকদের আস্থা অর্জন করেন শরীফুল।

২. খালেদ আহমেদ : শরীফুলের মত একই অবস্থা সিলেটের পেসার খালেদ আহমেদের। ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভালো করে দলে জায়গা পাকাপাকি করেন ডানহাতি পেসার। লঙ্কানদের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ৪ উইকেট পাওয়ার পর আয়ারল্যান্ডেও ধারাবাহিক দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন খালেদ। দীর্ঘদেহী ও জোরে বল করার ক্ষমতা তাকে আলাদা পরিচিতি দিচ্ছে।

৩. ফজলে মাহমুদ রাব্বী : শরীফুল ও খালেদের মত তরুণ বলা যাবেনা রাব্বীকে। বয়স তার ইতিমধ্যেই পৌছে গেছে ৩০ এর কোটায়। ১৪ বছর ধরে খেলছেন ঘরোয়া ক্রিকেট।সম্প্রতি ‘এ’ দলের দুই সিরিজের পারফরম্যান্সে তার জাতীয় দলের দরজা খুলেছে। চূড়ান্ত দলে জায়গা পাবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে কোচের মন জয় করতে পারলে দীর্ঘসময় পর জাতীয় দলে খেলার স্বপ্নটা পূরণ হতেও পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে