ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

নিষেধাজ্ঞা কাটলেও আশরাফুলকে যে কারনে নিতে চায় না  কোন দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ১৮:৪৩:০৮
নিষেধাজ্ঞা কাটলেও আশরাফুলকে যে কারনে নিতে চায় না  কোন দল

আশরাফুল একা চাইলেই তো আর বিপিএল খেলতে পারবেনা তিনি । যদি কোন ফ্রাঞ্চাইজি চায় তবেই তাকে দেখা যেতে পারে এবারের বিপিএল মাতাতে । কিন্তু কোন ফ্রাঞ্চাইজি কি চাইবে তাকে?

আশরাফুলকে নিয়ে বিরুপ প্রতিক্রিয়া রয়েছে ফ্রাঞ্চাইজি মালিকদের মধ্যে। আর তাকে নাকি কেউই দলে নিতে চায় না। আর নিতে না চাওয়ার বিষয়টি বুঝা গেছে একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার বক্তব্যে।

নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা বলেন, আশরাফুলের মতো একজন ক্রিকেটারের চাহিদা অনেক বেশি থাকলেও তাঁর নৈতিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। মূলত এই কারণেই তাঁকে দলে নিতে অপারগতা প্রকাশ করছেন তারা।

তিনি বলেন, আশরাফুলকে কে দলে না নিতে চাইবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সে খেলার জন্য প্রস্তুত। যদি তাকে দলে নেই। আর কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আশরাফুলের দিকে আঙুল যাবে না তার নিশ্চয়তা কী!

আবার সে যদি কোন ক্যাচ মিস করে তাহলে কেউ ভাবতে পারে ইচ্ছা করে করেছে। আবার আউট হলেও একই ধারনা হতে পারে। সেই কারণে বিপিএলে তাঁকে দলে ভেড়ানোর আগে তিনবার ভাবতে হবে প্রত্যেক দলকেই। তাই ক্রিকেট পাড়ায় গুঞ্জন , নিষেধাজ্ঞা কাটলেও এবারের বিপিএলে থাকছেন না আশরাফুল ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে