ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বিগ থ্রিকে আর রাখতে চাচ্ছে না ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ১৪:৪২:৫৬
বিগ থ্রিকে আর রাখতে চাচ্ছে না ভারত

কোচ বাছাই থেকে নির্বাচক কমিটি নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে বিসিসিআইকে পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয়ছিল ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। জগমোহন ডালমিয়া ও অনুরাগ ঠাকুর বোর্ডের ক্ষমতায় থাকাকালীন শচীন, সৌরভ ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠন করা হয়েছিল এই কমিটি।

অনিল কুম্বলেকে টিম ইন্ডিয়ার কোচ নিয়োগ ছিল তিন পরামর্শদাতার প্রথম অ্যাসাইনমেন্ট। পরে কুম্বলের জায়গায় রবি শাস্ত্রীকে ভারতীয় দলের দায়িত্ব দিয়েছিল ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিই। যদিও এক্ষেত্রে সিদ্ধান্ত কমিটির সর্বসম্মত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শাস্ত্রীর কোচ হওয়ার পিছনে নাকি কলকাঠি নেড়েছিলেন বিরাট কোহলি।

ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্যরা নিজেদের কাজের জন্য এতদিন কোনো পারিশ্রমিক নিতেন না। মাঝে সিএসির সদস্যরা টাকা পান কি না, এই নিয়ে গুঞ্জন উঠলে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় তারা কোনো বেতন নিচ্ছেন না। এমন অ্যাডভাইজরি কমিটির তিন সদস্যকে এবার ছেঁটে ফেলতে পারে বিসিসিআই। সিওএ প্রধান বিনোদ রাই তেমনটাই চান।

শচীন, সৌরভ ও লক্ষ্ণণকে নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উত্থাপিত হওয়ায় বোর্ড কমিটি রেখে দিয়ে নতুন সদস্য নিয়োগ করতে চাইছে। শচীনদের বদলে অন্য কোনও প্রাক্তন ক্রিকেটারদের কমিটিতে নিয়ে আসতে চাইছে সিওএ। তাছাড়া এবার থেকে অ্যাডভাইজরি কমিটির সদস্যদের পাশ থেকে 'সাম্মানিক' শব্দটি তুলে দিতে চলেছে বোর্ড। পরিবর্তে পারিশ্রমিকের বিনিময়ে পেশাদার কমিটি গঠন করতে তৎপর সিওএ।

কদিন আগেই সুপ্রিম কোর্ট বোর্ডের খসড়া সাংবিধানকে স্বীকৃতি দিয়েছে। আদালতের রায় অনুযায়ী নির্বাচনের পর বিসিসিআইয়ের নতুন কমিটি গঠিত হলেই প্রাসঙ্গিকতা হারবে সিওএ। তবে ততদিন অ্যাডভাইজরি কমিটি ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ মতো কাজ চালাবে সিওএ। এই অবস্থায় সিওএ চাইছে আসন্ন বার্ষিক সাধারণ সভাতেই নতুন পরামর্শদাতা কমিটি গড়তে, যার সদস্যরা হবেন বেতনভুক্ত।

এই কমিটিতে থাকতে হলে সৌরভকে ধারাভাষ্য ছাড়তে হবে। ছাড়তে হবে সিএবি সভাপতির পদও। লক্ষ্ণণকে ছাড়তে হবে কমেন্ট্রিসহ সংবাদমাধ্যমের প্রতি তার যাবতীয় দায়বদ্ধতা। ছেলে অর্জুনের নাম অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে বিবেচিত হওয়ায় শচীনের পক্ষে এই কমিটিতে থাকা সম্ভব নয়। সুতরাং এই কমিটিতে নতুন সদস্যদের দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে