হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অনুর্ধ্ব-১৬ দলের ক্রিকেটার হাসিবুল আলমের মৃত্যু

১৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রতিদিনের মতো শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন শেষে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও বমি শুরু হলে মাঠ থেকেই চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দ্রুতই তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায় তার মৃত্যু ঘটে। তাঁর অকাল মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন, সহপাঠি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে হাসিবুল আলম হিমেল হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। আর এই হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু ঘটতে পারে।
জেলা ক্রীড়া সংস্থা ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামের হিরু মিয়া এবং তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসনাহেনা দুই যমজ সন্তান হাসিবুল আলম হিমেল এবং হিজেলকে নিয়ে শহরের বাগরাকসা এলাকার ভাড়া বাসায় বসবাস করেন। হিমেল এবার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। লেখাপড়ার পাশাপাশি সে ক্রিকেট খেলার সঙ্গে জড়িত ছিল। শেরপুর স্পোর্টস একাডেমীতে সে নিয়মিত অনুশীলন করতো। হিমেল নিজের বিদ্যালয় সরকারি ভিক্টোরিয়া একাডেমী এবং জেলা ক্রীড়া সংস্থার বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিল। গতবছরও সে অনুর্ধ্ব-১৬ জেলা দলে খেলেছে এবং ১৩ আগস্ট ফের অনুর্ধ্ব-১৬ জেলা কিকেট দলের প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার একসঙ্গে অনুশীলন করা সহপাঠি রিশাদ জানায়, প্রায় এক ঘণ্টা অুশীলনের পর সন্ধ্যার আগমুহূর্তে আমরা একাডেমীর ক্রিকেটাররা সবাই গোলাকার হয়ে মাঠে বসে ‘কোল ডাউন’ (হাত-পা ছড়িয়ে শ্রান্তি বিনোদন) করছিলাম। তখন হঠাৎ করেই হিমেল তার মাথা ঘুরাচ্ছে এবং ব্যথা করছে বলে জানিয়ে মাথায় পানি দিতে বলে। মাথায় পানি ঢালার একপর্যায়ে সে কয়েকবার বমি করে। এ সময় তার বাবার সঙ্গে কোচ ফোনে কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়। জেলা হাসপাতাল থেকে পরে তাকে ময়মনসিংহে রেফার্ড করলে রাস্তাতেই ফুলপুর এলাকায় রাত ৯টার দিকে হিমেলের মৃত্যু ঘটে।
কিশোর ক্রিকেটার হিমেলের অকাল মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন, সহপাঠি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি ভিক্টোরিয়া একাডেমী মাঠে আজ ১৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় প্রথম নামাজে জানাজা এবং ২য় জানাজা দুপুর আড়াইটায় গ্রামের বাড়ি যোগিনীমুরা নামাপাড়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
হিমেলের এমন অকাল মৃত্যুতে তাঁর এক বন্ধু শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শিশু শিল্পী নুসরাত জাহান রিয়া নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ‘আমার খুব কাছের একজন বন্ধু (হিমেল)। শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণির একজন ছাত্র। খবরটা শোনার পর থেকে কোনোভাবেই মনটাকে বোঝাতে পারছি না ওর কিভাবে কি হয়ে গেল! দুইদিন আগেও আমাকে ওর জন্মদিনের দাওয়াত দিল ১৫ তারিখ নাকি ওর জন্মদিন! সেই ভেবে আজ একটা গিফট কিনেছি হিমেলের জন্য! কাল ওর বাড়ি যেতাম জন্মদিনের কেক কাটতে। ঠিক একই দিনে ওর বাড়ি যাচ্ছি ওরে শেষ দেখা দেখতে! খুব বেশি খারাপ লাগছে তোর জন্য রে! যেখানেই থাকিস খুব ভালো থাকিস রে! সকলে দোয়া করবেন মহান আল্লাহ্ তায়ালা জেনো হিমেলকে জান্নাতবাসী করেন....।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মানিক দত্ত হিমেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, হিমেল, আমার প্রতিষ্ঠিত শেরপুর স্পোর্টস একাডেমির ক্রিকেট খেলোয়াড়। ভিক্টোরিয়া একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল আমার ছেলে মুবাশ্বির রাহিব যৌথ’র সঙ্গে। কিন্তু হঠাৎ করে ১৪ আগস্ট রাতে সাবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিল। এ বেদনা সহ্য করার মতো নয়, সহ্য হয় না। ওর জন্য সবাই দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক মো. রেজুয়ান, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল, বিসিবি’র জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম, শেরপুর স্পোর্টস একাডেমির ক্রিকেট কোচ সনিক কিশোর ক্রিকেটার হিমেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার