ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

পাপনের গুড বুকে আশরাফুলের নাম নেই!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ১৪:৩৬:১৩
পাপনের গুড বুকে আশরাফুলের নাম নেই!

বিসিবি কর্তাদের আলোচনায় যেকোন ভাবেই হউক আশরাফুলের নাম আসছেই। সেটা হচ্ছে আশরাফুলের ভক্তদের কারণে। হলে কি হবে? তাতে আশরাফুলের জাতীয় দলে ফেরার আলোচনাটাই হচ্ছে, কিন্তু কাজের কাজ তো হচ্ছে না। প্রধান নির্বাচক তো ঘোষণা দিয়েই দিয়েছেন আপাতত দলে জায়গা নেই। তাছাড়া আশরাফুলকে ঘরোয়া ক্রিকেটে প্রমান দিয়েই দলে ফিরতে হবে।

কিন্তু সেসব বড় বিষয় নয় বলেই মনে করছেন বিসিবির একাধিক বোর্ড পরিচালক। নাম না প্রকাশের শর্তে এক পরিচালক বলেন, ‘আসলে এসব কোন ঘটনাই না। পারফর্মেন্স যাই হউক না কেন আশরাফুলের দলে ফেরার বিষয়টি আসলে অন্য জায়গায় আটকে আছে। আশরাফুল ৫ বছর আন্তর্জাতিক ম্যাচে নেই। এটা সঠিক। কিন্তু তিনি আশরাফুল এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। বাংলাদেশ দলে এমন অনেক ক্রিকেটার আছেন যারা রান পাচ্ছে না র্দীঘ দিন ধরে।

তারপরও সেসব ক্রিকেটার দলে টিকে থাকছে কি করে? ফিটনেসের বিষয়টি আলাদা, যে কোন ক্রিকেটারকেই ফিটনেস টেস্টে পাস করতে হবে। কিন্তু ব্যাট হাতে যোগ্যতার বিষয়ে আশরাফুল নিয়ে প্রশ্ন তোলার মতো কয় জন ব্যাটসম্যান আছে আমাদের? মুল বিষয় হচ্ছে বিসিবি সভাপতি সহ নির্বাচক প্যানেলের অনেকের গুড বুকে নাম নেই আশরাফুলের। আশরাফুলের দলে ফেরানোর প্রসঙ্গে তাই তো তালবাহানা হচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে