ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সাকিবের জন্য যে দোয়া করলেন শিশির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ১২:৩৩:৩১
সাকিবের জন্য যে দোয়া করলেন শিশির

গত ১২ আগস্ট, রবিবার বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পবিত্র হজ পালনের জন্য দেশ ছেড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দেশ ছাড়ার আগেই ভক্ত-সমর্থক ও দেশবাসীর কাছে দোয়া চান সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবার দোয়া চান টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। সাকিবের করা সেই আবেদনে সাড়া দিয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে হজ পালন করতে যাওয়া সাকিবের জন্য দোয়া করেন শিশির। এ সময় হজের পোশাকে সাকিবের পোস্ট করা ছবিটিই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন সাকিব-পত্নী। ছবিতে দেখা যায়, ইহরামের কাপড় বাঁধা অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন সাকিব।

ছবির ক্যাপশনে শিশির লেখেন, ‘আল্লাহ আগেই তোমাকে উপহার হিসেবে ধৈর্য এবং সততা দিয়েছেন। আল্লাহ তোমাকে দুষ্ট ও পরশ্রীকাতর লোকদের থেকে দূরে রাখুক। তিনি তোমার হজকে কবুল করে নিন, আমিন।’

একদিন আগেই (১৩ আগস্ট, সোমবার সকালে) সৌদি আরব পৌঁছেছেন সাকিব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে