ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

প্রথমবারের মতো দলে ডাক পাওয়া কে এই ফজলে রাব্বি?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৫ ১০:৫৯:৪৮
প্রথমবারের মতো দলে ডাক পাওয়া কে এই ফজলে রাব্বি?

ঘোষিত স্কোয়াডে প্রথম জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন ফজলে রাব্বি।

২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে এই ফজলে রাব্বির অভিষেক হয়। এরপর থেকেই নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত বরিশাল ডিভিশনের হয়ে মোট ৬৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬টি শতক এবং ১৭টি অর্ধশতক হাকিয়েছেন তিনি। এছাড়া ৩১.৮৯ গড়ে ৩৫০৮ রান করেছেন এই ব্যাটসম্যান। আর রঙিন পোশাকে লিস্ট ‘এ’ ক্রিকেটে মোট ৮০টি ম্যাচ খেলেছেন।

সাম্প্রতি তিনি আয়ারল্যান্ডের এ দলের সফরে দুইটি সেঞ্চুরি হাকিয়েছেন। রঙিন পোশাকে লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি করেছেন ৪টি শতক এবং ১২টি অর্ধশতক। ব্যাট থেকে এসেছে মোট ২২০০ রান। ব্যাটিংয়ের পাশাপাশি দলের হয়ে লেগ স্পিনও করে থাকেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে