ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

ঢাকার চেয়ে নিকৃষ্ট শহর বিশ্বে একটি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ১৩:৫৮:২০
ঢাকার চেয়ে নিকৃষ্ট শহর বিশ্বে একটি

রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ১৪০টি শহর নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।

বিশ্বে বসবাসের সবচেয়ে উপযোগী শহর হিসেবে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। গতবারের শীর্ষ বসবাস উপযোগী অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরকে পেছনে ফেলে ভিয়েনা এবার শীর্ষে জায়গা করে নিল।

ইউরোপের কোন শহর প্রথমবারের মতো ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।

২০১৮ সালে বসবাসের যোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষ দশে স্থান করে নেয়া বাকি দেশগুলো হলো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জাপানের ওসাকা, কানাডার ক্যালগেরি, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যানকুভার, জাপানের টোকিও, কানাডার টরন্টো, ডেনমার্কের কোপেনহেগেন এবং অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড শহর।

বসবাসের অযোগ্য নগরীর মধ্যে শীর্ষে রয়েছে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার দামেস্ক শহর এবং দ্বিতীয় বাংলাদেশের রাজধানী ঢাকা। এরপরেই রয়েছে, নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি এবং পাপুয়া নিউ গিনির বন্দর নগরী মোরেসবাই।

অর্থনীতিবিদদের মতে, অপরাধ, বেসামরিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ বা যুদ্ধ এই তালিকা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব বিষয়ের প্রভাবের কারণেই বিভিন্ন দেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে