ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

টাইগার বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ড, ১৫ ওভার শেষে স্কোর..

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ২২:২৫:০২
টাইগার বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ড, ১৫ ওভার শেষে স্কোর..

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ইতিমধ্যে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৮ রান।

আয়ারল্যান্ড এ (একাদশ):

অ্যান্ড্রু বালবিরনি (সি), উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, লোরাকান টাকার (উইকেটরক্ষক), টায়রন কেন, স্টুয়ার্ট থম্পসন, কেভিন ও ব্রায়ান, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ।

বাংলাদেশ এ (একাদশ):

মিজানুর রহমান, জাকির হাসান, সোম্য সরকার (অধিনায়ক), মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ, শরিফুল ইসলাম, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আফিফ হোসেন, নাঈম হাসান, সাইফ হাসান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে