ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

লন্ডনে মাঠে নেমেই আশরাফুলের ব্যাটিং ঝড়, একটুর জন্য সেঞ্চুরি মিস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১৯:০১:০১
লন্ডনে মাঠে নেমেই আশরাফুলের ব্যাটিং ঝড়, একটুর জন্য সেঞ্চুরি মিস

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠার পর আশরাফুল এ বিষয়ে স্বীকারোক্তি দেন এবং জাতির কাছে ক্ষমা চান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ম্যাচ পাতানোর অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেট বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

২০১৪ সালের জুন মাসে বিপিএলের দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করে। ওই বছরের সেপ্টেম্বরে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল আশরাফুলের নিষেধাজ্ঞা তিন বছর কমিয়ে ৫ বছর করে। অবশেষে মুক্তি পেলেন মোহাম্মদ আশরাফুল।

এই নিষেধাজ্ঞা শেষ হলে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল খেলার ক্ষেত্রে আর কোনো বাঁধা থাকবে না আশরাফুলের। ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে পারছেন। আর আজ থেকে ফ্র্যাঞ্চাইজি লীগসহ জাতীয় দলে খেলতে পারবেন মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ জাতীয় দল সহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। লন্ডনে একটি ক্রিকেট লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আর সেই ক্রিকেট নিয়ে গতকাল ব্যাট হাতে জ্বলে উঠেছেন আশরাফুল। অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও ৯৪ রানের ঝকঝকে তকতকে ইনিংস বেড়িয়ে আসে তার ব্যাট থেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে