ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

জানেন কত শতাংশ মানুষ চায়না আশরাফুল ফিরুক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১৮:২৫:০৫
জানেন কত শতাংশ মানুষ চায়না আশরাফুল ফিরুক

তবে নিষেধাজ্ঞা উঠার সাথে সাথে নতুন যুদ্ধে নামতে হচ্ছে আশরাফুলকে। জাতীয় দলে ফেরা, পারফরম্যান্স ঠিক রেখে লিগে খেলা এসব নিয়ে এগুতে হবে আশরাফুলকে।

বিডি২৪রিপোর্টডটকমের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল আয়োজন করা হয়েছিল হ্যা/না ভোটের। যেখানে গতকাল থেকে আজ ৩ টা পর্যন্ত অংশ গ্রহন করেছে সাত হাজার তিনশ’র অধিক ক্রিকেটপ্রেমি।

সেখানে প্রশ্ন করা হয়েছিল ‘আপনি কি চান আশরাফুলকে দলে সুযোগ দেয়া হোক?’ ভোট দেওয়ার অপশন ছিল দুটি। ১. হ্যা ২. না।

সর্বমোট ভোট থেকে ৬ হাজার ৫০০ ভোট পরেছে হ্যা’তে। অর্থাৎ ৬৫০০ মানুষ চায় আশরাফুলকে আবারো সুযোগ দেয়া হোক জাতীয় দলে। তবে না ভোট পড়েছে মাত্র ৮০৫টি।

যার হিসেবে শতকরা ৮৯ জন মানুষ-ই চায় আশরাফুলকে সুযোগ দেয়া হোক এবং মাত্র ১১ শতাংশ মানুষ এর বিরোধীতা করেছে।

মন্তব্যের ঘরে ১ হাজার ১০০ থেকে বেশি মন্তব্য পড়েছে। সেখানে শতকরা ৯৬ জন মানুষ আশরাফুলের পক্ষ নিয়ে তাকে দলে নেওয়ার দাবি জানিয়েছেন আর বাকিরা বর্তমান ফিটনেস, পারফরম্যান্স ও জাতীয় দলের অবস্থা বর্ণনা করা বিরোধীতা করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে