ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সন্ধ্যায় বাঘিনীদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১৪:৫৮:১৭
সন্ধ্যায় বাঘিনীদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই

বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানে ১৪-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালের কাছে পরের ম্যাচে পাকিস্তানে হারে গ্রুপ থেকে এরই মধ্যে সেমি ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও নেপালের। আজ দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

তবে বাংলাদেশ আজকের ম্যাচে কিছুটা ফুরফুরে মেজাজে থাকবে। কারণ এই ম্যাচে ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীরা। এছাড়া নেপালের বিপক্ষে এই দলের সর্বশেষ পারফরম্যান্সও আশা দেখাচ্ছে। গত ডিসেম্বরে টুর্নামেন্টের আগের আসের নেপালকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের কিশোরীরা।

তবে অতীত পরিসংখ্যান নিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না ছোটন। জানিয়েছেন, প্রতিটি ম্যাচে ধরেই জিততে চান তিনি। আর শিষ্যদের কাছ থেকে নিজেদের স্বাভাবিক খেলাটই প্রত্যাশা তার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে