ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

লর্ডসে ইনিংস ও ১৫৯ রানের পরাজয়ে যা বললেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১৪:৫৬:৩৫
লর্ডসে ইনিংস ও ১৫৯ রানের পরাজয়ে যা বললেন কোহলি

দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয় নিয়ে অধিনায়ক কোহলি বলেন, ‘এরকম ম্যাচে লুকানোর কোনো জায়গা নেই। আমরা ভুল করেছি, বাজে খেলেছি। এই হারটা তাই দলের প্রাপ্য ছিল। যেভাবে খেলেছে দল, এতে আমি মোটেও গর্বিত হতে পারি না। এই প্রথমবার এভাবে হারলাম।’

এছাড়া তিনি আরও বলেন, ‘দলে আত্মবিশ্বাসের অভাব ছিল, এটা কাটিয়ে উঠতে হবে। আর ইংল্যান্ডও অনেক ভালো খেলেছে, এটা অস্বীকার করার উপায় নেই। নিজেদের দিনে তারা যে কাউকে উড়িয়ে দিতে পারে।’

সিরিজে ২-০ তে পিছিয়ে যাওয়ার পড়েও ঘুরে দাঁড়াতে পারে ভারত।এসময় পরবর্তী ম্যাচ নিয়ে ক্যাপ্টেন বলেন, ‘আমাদের লক্ষ্য এখন ব্যবধানটা ২-১ এ নামিয়ে আনা। এই ম্যাচে যা হয়েছে সেটা ট্রেন্টব্রিজে করা যাবে না। আশা করি সবাই ভালো পারফর্ম করবে, আমরাও সিরিজে ফিরব।’

শনিবার (১৮ আগস্ট) ট্রেন্টব্রিজে সিরিজের তৃতীয় টেস্টে ইংলিশদের মুখোমুখি হবে ভারত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে