ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

জাতীয় দলে যে পজিশনে খেলার সপ্নে বিভোর আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১৪:৫৪:৩২
জাতীয় দলে যে পজিশনে খেলার সপ্নে বিভোর আশরাফুল

তবে আশরাফুলের মতে জাতীয় দলের হয়ে খেলার সামর্থ্য আছে তার। তিনি বলেন, ‘বাংলাদেশ দল এখন যে আক্রমণাত্মক বা ইতিবাচক ক্রিকেট খেলে, ক্যারিয়ারের শুরুতে এভাবেই খেলেছি। আমি তো কখনো ‘টুক টুক’ ব্যাটিং করিনি। ১৮ বছর আগেই যদি ইতিবাচক ক্রিকেট খেলি, এখন আমার কোনো সমস্যা হবে না। বিশ্বাস করি, এই দলে জায়গা করে নিতে পারব, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। এখন যদি কেউ ভাবে ‘আমাকে নেবেই না’, তাহলে তো সুযোগ পাওয়ার প্রশ্ন নেই। গত মৌসুমেও লিস্ট ‘এ’তে পাঁচটি সেঞ্চুরি করেছি। বাংলাদেশ দল অনেক ভালো খেলছে। কিন্তু ধারাবাহিক ভালো খেলছে কারা? পাঁচ সিনিয়র খেলোয়াড়। জুনিয়ররাও ভালো খেলোয়াড়। তবে আমি মনে করি, অভিজ্ঞতা দিয়ে দলে জায়গা করে নেওয়ার সামর্থ্য আমার আছে।’

তবে দলে সুযোগ পেলে আশরাফুল কোথায় খেলতে চান৷ এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন সুযোগ পেলে তিন নম্বরেই খেলতে চান তিনি। নিজের টেস্ট ক্যারিয়ারের সেরা ১৯০ রানের ইনিংসটি এই তিন নম্বরেই খেলেছিলেন তিনি। এছাড়া নিজের টি-টুয়েন্টি ক্যারিয়ার সেরা ৬৫ রানের ইনিংসটিও এই তিন নম্বরে। আশরাফুলের ভাষায়,

‘আমি তিনে খেলেই ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচটি সেঞ্চুরি করেছি। আর কে সুযোগ পাচ্ছে, কে পাচ্ছে না, সেটা আমার ভাবনার বিষয় নয়। সবকিছুই নির্ভর করছে পারফরম্যান্সের ওপর। এটিই সব ঠিক করে দেবে। আমার স্ট্রাইকরেটটা ৯০ থাকলে ভালো হতো(তার স্ট্রাইকরেট ছিল ৭৪.১৪)। উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে এই ১৫-১৬ ব্যবধান কমিয়ে ফেলতে পারব আশা করি। ধারাবাহিক ভালো খেললে একটা সুযোগ তো আসতেই পারে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে