ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

অধিনায়ক হিসেবে কেমন সফল ছিলেন অাশরাফুল, দেখুন অধিনায়ক অাশরাফুলের পরিসংখ্যান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১৪:৪৫:৩৫
অধিনায়ক হিসেবে কেমন সফল ছিলেন অাশরাফুল, দেখুন অধিনায়ক অাশরাফুলের পরিসংখ্যান

২০১৪ সালের জুন মাসে বিপিএলের দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করে। ওই বছরের সেপ্টেম্বরে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল আশরাফুলের নিষেধাজ্ঞা তিন বছর কমিয়ে ৫ বছর করে। অবশেষে মুক্তি পেলেন মোহাম্মদ আশরাফুল।

এই নিষেধাজ্ঞা শেষ হলে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল খেলার ক্ষেত্রে আর কোনো বাঁধা থাকবে না আশরাফুলের। ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে পারছেন। আর আজ থেকে ফ্র্যাঞ্চাইজি লীগসহ জাতীয় দলে খেলতে পারবেন মোহাম্মদ আশরাফুল। ২০১ সালের ১১ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ আশরাফুলের।

আর টেস্ট ক্রিকেটে অভিষেক হয় একই বছর ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে। আশরাফুল বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে টেস্ট শতক করার রেকর্ডের অধিকারী। নিজের ১৭তম জন্মদিনের একদিন পূর্বে ২০০১ সালের ৮ সেপ্টেম্বরে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে তিনি তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কা বিপক্ষে সেঞ্চুরি করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে। টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে তার অভিষেক হয় ২০০৭ এ, শ্রীলঙ্কার বিপক্ষে। অধিনায়কের ভূমিকায় শুরুটা তার ভালো ছিল না। প্রথম টেস্টের দু’ ইনিংসে তিনি যথাক্রমে ৭ ও ৩৭ রান করেন এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যান।

অবশ্য দ্বিতীয় ইনিংসেই তিনি ১২৯ রানে অপরাজিত থেকে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪টি সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম অধিনায়ক।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে মাত্র ১৩টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মোহাম্মদ আশরাফুল। ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ ড্র করেছেন মোহাম্মদ আশরাফুল এ ছাড়া বাকি সব কয়টি ম্যাচ হেরেছে তার দল। এছাড়া অধিনায়ক হিসেবে তার ব্যাটিং পরিসংখ্যানটাও একদম বেশি নয়।

২৫ ইনিংসে ২২ গড়ে ৫৪২ রান করেছেন মোহাম্মদ আশরাফুল। দুটি সেঞ্চুরি করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ১২৯ রান। বাংলাদেশ ওয়ানডে দলের হয়ে ৩৭ টি ম্যাচে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর মধ্যে জয় তুলে নিয়েছে ৮ এবং পরাজিত হয়েছে ৩০ টি। অধিনায়ক হিসেবে ৮৯৬ রান সংগ্রহ করেছেন তিনি।

২৫ গড়ে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১২ ম্যাচে অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। এর মধ্যে দুটি ম্যাচে জয় হয়েছে তার দল। ১১ ম্যাচে তিনি করেছেন ১৮৯ রান। করেছিলেন একটি অর্ধ শতক। যে অর্ধশতক ছিল এক সময়ের সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি অর্ধশতক। মাত্র ২০ বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে