ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

টাইগারদের কোচের দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন সুনীল যোশি!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১৩:০৯:৩০
টাইগারদের কোচের দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন সুনীল যোশি!

জানা গেছে, বাঁহাতি সুনীল যোশির পাশাপাশি আরেক স্পিনার রমেশ পাওয়ারের নামও রয়েছে ২০ জনের তালিকায়। শুক্রবার এই বিষয়ে মুম্বাইতে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

সামনে আরও সাক্ষাৎকার নেওয়া হবে সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অজয় রাত্রা, বিজয় যাদভ, সাবেক নারী দলের অধিনায়ক মমতা মাবেন, সুমন শর্মার।

তবে সবচেয়ে এগিয়ে আছেন যোশি ও পাওয়ার। একজন সাবেক ক্রিকেটার হিসেবেই নয়, যোশির কোচিং অভিজ্ঞতা তাকে অনেকখানি এগিয়ে রাখছে। ভারতের হয়ে তিনি ১৫ টেস্ট ও ৬৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বর্তমানে যেমন বাংলাদেশের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত আছেন, অতীতে ছিলেন ওমানের কোচ।

বাংলাদেশের সাবেক শ্রীলঙ্কান স্পিন কোচ রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর সুনীল যোশি সেই পদে গেল বছরের আগস্ট থেকে কাজ শুরু করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে