নাটকীয় জয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সার

এনিয়ে তৃতীয়বার সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা। শিরোপা জয়ে তাদের পেছনে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গত বছর বার্সাকে হারিয়ে আবার দশমবারের মতো ট্রফি জিতেছিল রিয়াল।
রোবাবার বার্সার পক্ষে যে দুজন গোল করেছেন উভয়ই মৌসুমের শুরুর আগে থেকেই আলোচনার শীর্ষে ছিলেন। অনেক চিন্তা ভাবনার পর স্পেনের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন পিকে। স্প্যানিশ সুপার কাপে গোল করে স্পেনের ভক্তদের আফসোসটা কয়েকগুণ বাড়িয়ে দিলেন বার্সা ডিফেন্ডার।
পিছিয়ে পড়া বার্সাকে সমতায় ফিরিয়েছেন পিকে। তবে জয়সূচক গোলটি করেছেন উসমান ডেম্বেলে। যার একাদশে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়। ডেম্বেলের দলবদল নিয়েও ছিল জোর গুঞ্জন। মৌসুমের প্রথম ম্যাচে সুযোগ পেয়েই ফরাসি ফরওয়ার্ড নিজেকে প্রমাণ করলেন।
লা লিগা কোপা ডেল রের চ্যাম্পিয়ন দল দুটি সাধারণত স্প্যানিশ সুপার কাপের শিরোপার জন্য লড়াই করে থাকে। কিন্তু গত মৌসুমে দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার কিংস কাপের রানার্সআপ সেভিয়াকে পেয়েছে কাতালান ক্লাবটি।
রোববার এই দলটিকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৩ বারের মতো স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো বার্সা। তবে কাতালানদের এবারের ট্রফি জয়ের মাহাত্ন্যটা একটু অন্যরকমই। এর নেপথ্যে দুটি কারণ আছে।
প্রথমত, এবারই প্রথম স্পেনের বাইরে অনুষ্ঠিত হলো স্প্যানিশ সুপার কাপ! এর আগে এই ট্রফির নিষ্পত্তি হতো দুই লেগ মিলিয়ে। এবার হলো একটা ম্যাচ। যেখানে ম্যাচের মাত্র নয় মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। লুইস মুরিয়েলের সহায়তায় বার্সার জালে বল জড়ান পাবলো সারাবিয়া।
তবে এই গোলে থাকল কিছুটা নাটকীয়তা। অফসাইডের অজুহাতে প্রথম গোলটি বাতিল করে দেন রেফারি। পরে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিংয়ের সহায়তা নেন ম্যাচকর্তা। রিপ্লেতে দেখা যায় গোলটা অনসাইডে ছিল। অবধারিতভাবেই গোলের বাঁশি বাজান রেফারি।
শুরুতে গোল খেয়ে সেভিয়ার ওপর আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বার্সা। ১৬ মিনিটে সেভিয়ার গোলমুখে বজ্রগতির শট নেন লিওনেল মেসি। তার দারুণ শটটা ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক ভাসলিক। গোল করতে ব্যর্থ হয়েছেন জর্ডি আলবা, লুইস সুয়ারেজও।
ফরওয়ার্ডটা যখন ব্যর্থ হচ্ছিলেন বারবার তখনই রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে আসেন পিকে। ৪২ মিনিটে সমতায় ফেরান বার্সাকে (১-১)। তবে এই গোলের নেপথ্য নায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের দুর্দান্ত ফ্রি-কিকটা ফিরে আসে সেভিয়ার পোস্টে লেগে। ফিরতি বল পেয়ে গোল করেন পিকে।
ভাগ্য মুখ ফিরিয়েছিল সেভিয়ার কাছ থেকেও। না হলে ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি পেতে পারতো সেভিয়া। আর্জেন্টাইন তারকা এভার বানেগার নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়েছিলেন ফ্রাঙ্কো ভাসকেস। কিন্তু তার হেডটা ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তখনই ত্রাতারূপে হাজির হলেন ডেম্বেলে। বার্সার পক্ষে ম্যাচ নির্ধারক গোল করেন ফরাসি ফরওয়ার্ড।
স্প্যানিশ ঘরোয়া ফুটবলের প্রথম ম্যাচ। কিছুটা নাটকীয়তা না হলে কী চলে! দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সেভিয়ার আলেইশ ভিদালকে ডি-বক্সে ফাউল করেন বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগেন। পেনাল্টি পায় সেভিয়া। বেন ইয়েদেরের পেনাল্টি শট ঠেকিয়ে নিজেই ভুলের প্রায়শ্চিত্ত করেন জার্মান গোলরক্ষক।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা