ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মাশরাফিদের পরবর্তী টার্গেট অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ১০:৫১:৩৮
মাশরাফিদের পরবর্তী টার্গেট অস্ট্রেলিয়া

৯৩ পয়েন্ট রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও ১ ম্যাচে হারের করণে ২ পয়েন্ট খুয়েছে টিম টাইগার। এখন বাংলাদেশের ওয়ানডেত রেটিং পয়েন্ট এখন ৯১।

তবে বাংলাদেশের সামনে আসছে মহা সুযোগ। সামনে এশিয়া কাপ। এ টুর্নামেন্টে অংশ নেওয়া দুটি দল রেটিংয়ে বাংলাদেশে উপরে। ভারত-পাকিস্তান। যদিও এ দুটি দলের সাথে খেলতে হলে বাংলাদেশকে সুপার ফোরে উঠতে হবে।

আর সে ক্ষেত্রে গ্রুপ পর্বের দুটি দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান হারাতে হবে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এই দুই ম্যাচেই জয় পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৪।

বর্তমানে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর বাংলাদেশ আছে ৯১ পয়েন্ট নিয়ে ৭ তে। আগামী নভেম্বরের আগে অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ না থাকায় অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে।

এশিয়া কাপের সুপার ফোর পর্বে রয়েছে তিনটি ম্যাচ। আর এ খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ দল যদি সবগুলো ম্যাচে জয় পায় তাহলে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে