ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

অ্যান্ডারসন-ব্রডের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ইনিংস ও যে বিশাল রানে হারালো ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ০১:৫৩:০৫
অ্যান্ডারসন-ব্রডের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ইনিংস ও যে বিশাল রানে হারালো ইংল্যান্ড

২৮৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে অ্যান্ডারসন-ব্রডদের সামনে এই ইনিংসেও সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা৷ নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে তারা৷একসময় মাত্র ৬১ রানেই ৬ উইকেট হারায় ভারত। তখন মনে হচ্ছিল দলীয় ১০০ ও হয়তো করতে পারবেনা ভার‍ত। কিন্তু সপ্তম উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবিচন্দন অশ্বিনের ৫৫ রানের জুটিতে মান বাঁচে ভারতের। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৩০ রানে অল আউট হয় তারা৷ দলের পক্ষে অশ্বিন সর্বোচ্চ ৩৩ ও হার্দিক পান্ডিয়া ২৬ রান করেন।

ইংলিশদের পক্ষে দুই অভিজ্ঞ পেসার ব্রড ও অ্যান্ডারসন ৪টি করে উইকেট নেন।

এর আগে আজ সকালে প্রথম ইনিংসে ২৮৯ রানের বিশাল লিড নেয় স্বাগতিক ইংল্যান্ড৷ ৭ উইকেটে ৩৯৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংলিশরা। ফলে ২৮৯ রানের লিড পায় তারা।

৬ উইকেটে ৩৫৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। বৃষ্টির কারণে দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। আগের দিনের সেঞ্চুরিয়ান ক্রিস ওকস ও স্যাম কুরানের ব্যাটে এ দিনও দারুণ শুরু করে ইংল্যান্ড৷ সপ্তম উইকেটে এই দুইজন যোগ করেন ৭৬ রান। তবে স্যাম কুরান ৪০ রানে ফিরে গেলে ৭ উইকেটে ৩৯৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংলিশরা। ক্রিস ওকস অপরাজিত থাকেন ১৩৭ রানে।

ভারতের মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট নেন।

এর আগে গতকাল নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অ্যলিস্টার কুক এবং কিটন জেনিসের শুরুটা মোটেও ভালো হয়নি। ২৮ রানের জুটি গড়ে আউট হয়ে যান জেনিংস। তার রান মাত্র ১১। ২১ রান করে বিদায় কেন অ্যালিস্টার কুকও। দারুণ অফ ফর্মে রয়েছেন কুক। এজবাস্টন টেস্টে কুক আউট হন ১৩ এবং ০ রানে।

অধিনায়ক জো রুট আউট হন মাত্র ১৯ রান করে। অভিষিক্ত ২০ বছর বয়সী ব্যাটসম্যান অলিভার জন ডগলাস পোপ আউট হন ২৮ রান করে। এরপর ব্যাট করতে নামেন জনি বেয়ারেস্ট এবং জস বাটলার। ২৪ রান করে বাটলার ফিরে গেলে বেয়ারেস্টর সঙ্গে জুটি বাঁধেন ক্রিস ওকস। এই দুজনের ব্যাটেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইংল্যান্ড৷ ষষ্ঠ দুজনে মিলে যোগ করেন ১৮৯ রান। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৩ রান করে বেয়ারস্টো ফিরে গেলেও নিজের ক্যারিয়ারের প্রথম শতক ঠিকই তুলে নেন ক্রিস ওকস। দিন শেষে ১২০ রান নিয়ে দিন শেষ করেন তিনি। অপর প্রান্তে স্যাম কুরান অপরাজিত থাকেন ২২ রানে৷ ফলে৬ উইকেটে ৩৫৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ইংল্যান্ড ।

এর আগে জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অল আউট করে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত-১ম ইনিংস : ১০৭/১০ অশ্বিন-২৯, কোহলি-২৩। অ্যান্ডারসন – ৫/২০, ওকস- ২/১৯।

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩৯৬/৭(ডিক্লেয়ার) ওকস-১২০*, বেয়ারস্টো-৯৩। শামি- ৩/৯৬, পান্ডিয়া-৩/৬৬।

ভারত দ্বিতীয় ইনিংস : ১৩০/১০ অশ্বিন-৩৩ , পান্ডিয়া-২৬ । অ্যান্ডারসন-৪/২৩, ব্রড- ৪/৪৪।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে