ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সৌম্যর সামনে নিজেকে প্রমানের আরও এক সুযোগ আগামীকাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৩ ০১:২৬:০১
সৌম্যর সামনে নিজেকে প্রমানের আরও এক সুযোগ আগামীকাল

আর তাতেই সিরিজে ২-২ সমতা আসে। প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানে জিতে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ৩৪ রানের জয় পায়।

চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৮৫ রানের বড় ব্যবধানে জিতলেও। শেষ ম্যাচ হেরে উল্লাস বঞ্চিত হয় মমিনুলরা। ওয়ানডে সিরিজ শেষে এবার টি২০ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও আইরিশরা। সীমিত ওভারের এই ক্রিকেটে বাংলাদেশ দল খেলবে সৌম্য সরকারের অধিনায়কত্বে।

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সোমবার প্রথম টি২০তে খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। ম্যাচটি ডাবলিনের ক্লনটার্ফ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে বুধবার।

আর ১৭ আগস্ট তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ দল। এদিকে, কুচকির ইনজুরি নিয়ে আয়ারল্যান্ড থেকে বৃহস্পতিবার (৯ আগস্ট) দেশে ফিরছেন বাংলাদেশ 'এ' দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

তার বদলি হিসেবে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাছাড়া, ইনজুরির কবলে পড়ে দেশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। তার বদলি হিসেবে এখনও যায়নি কেউ।

অতিরিক্ত ক্রিকেটার হিসেবে সৌম্যদের সঙ্গী হয়েছেন মারকুটে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে আয়ারল্যান্ডে শেষ ওয়ানডেতে মাঠেও নেমেছেন তিনি। এখন দেখার বিষয় মমিনুলদের ওয়ানডে সিরিজ খোয়ানোর ব্যর্থতা ঘুচাতে পারেন কিনা সৌম্যরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে