ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মহেন্দ্র সিং ধোনি হয়ে গেলেন মহেন্দ্র সিং বাহুবলী!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১২ ১৬:৫০:৫৮
মহেন্দ্র সিং ধোনি হয়ে গেলেন মহেন্দ্র সিং বাহুবলী!

রাঁচিতে থাকলে তিনি কখন কী করবেন কেউ জানে না। কখনও বাইক নিয়ে বেরিয়ে পড়েন। কখনও চলে যান স্থানীয় মন্দিরে পুজো দিতে। কখনও আবার ব্যাডমিন্টন, টেনিস খেলতে নেমে পড়েন। মহেন্দ্র সিং ধোনি বাড়িতে থাকলে কী করবেন, কেউ আন্দাজ করতে পারেন না চট করে। এবার যেমন ধোনি চলে গেলেন রাঁচিতে স্থানীয় এক জলপ্রপাতের সামনে। সেখানে গিয়ে সটান দাঁড়িয়ে পড়লেন জলপ্রপাতের নিচে।

বেশ খানিকক্ষণ স্নান করলেন। সেই স্নানের ভিডিও ধোনি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। আর তলায় লিখলেন, রাঁচিতে তিনটে জলপ্রপাত রয়েছে। ইচ্ছে করলেই যখন খুশি এই জলপ্রপাতের নিচে এসে দাঁড়িয়ে পড়া যায়। কিন্তু এভাবে স্নান করতে এলাম প্রায় দশ বছর পর। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর হ্যাঁ, মাথায় মাসাজ ফ্রি-তে হয়ে গেল। মহেন্দ্র সিং ধোনি হঠাত্ যেন হয়ে গেলেন মহেন্দ্র বাহুবলী। বাহুবলী সিনেমায় অভিনেতা প্রভাস যেমন করে জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে স্নানের দৃশ্যে অভিনয় করেছিলেন, ধোনিও যেন তারই নকল করলেন।-জিনিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে