ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

লারা-টেন্ডুলকাররা যা পারেননি তা করে দেখালেন ওকস!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১২ ১৫:২৭:১৩
লারা-টেন্ডুলকাররা যা পারেননি তা করে দেখালেন ওকস!

গতকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। যেটি তার ক্যারিয়ারের প্রথক শতকও। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১২০ রানে।

তবে সবচেয়ে অবাক করা বিষয় হল ক্রিকেটের এই চারণভূমিতে সেঞ্চুরি হাঁকাতে পারেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার – ব্রায়ান লারারাও। শচীন তার টেস্ট ক্যারিয়ারে ৫১টি ও লারা ৩৪ টি শতক হাকালেও লর্ডসে কোন শতক তারা হাঁকাতে পারেনি।

এমনকি লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখাতে পারেনি রিকি পন্টিং-জ্যাক ক্যালিসের মত ব্যাটসম্যানরাও। ক্যালিস তার টেস্ট ক্যারিয়ারে ৪৫ টি ও পন্টিং ৪১ টি শতক হাঁকালেও লর্ডসের অনার্স বোর্ডে নিজেদের নাম লেখাতে পারেননি। এ দিক থেকে ওকস গর্ববোধ করতেই পারেন যে টেন্ডুলকার, লারা, ক্যালিস, প্নটিংদের মত কিংবদন্তীরা যা করতে পারেননি ওকস একজন বোলিং অলরাউন্ডার হয়ে তা করে দেখিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রান করেছিলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে