ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের সময় সূচি নিয়ে দারুন ঝামেলায় বাংলাদেশ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১২ ১৪:২৩:০৬
এশিয়া কাপের সময় সূচি নিয়ে দারুন ঝামেলায় বাংলাদেশ!

তবে সমস্যা হলো টুর্নামেন্টটি শুরু হওয়ার আগেই সময়ের একটি গোলকধাঁধায় পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের।

এশিয়া কাপের গ্রুপ 'বি' তে থাকা বাংলাদেশ যদি গ্রুপ রানার্সআপ হতে পারে তাহলে তাদের খেলা পড়বে গ্রুপ 'এ' চ্যাম্পিয়নদের বিপক্ষে।

আর সূচি অনুযায়ী সেই খেলাটি অনুষ্ঠিত হবে ২১শে সেপ্টেম্বর। সেক্ষেত্রে ২০শে সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শেষে পরদিনই আবার মাঠে নামতে হবে টাইগারদের।

আর তেমনটি হলে বড় ধরনের ধকলের মধ্যেই যে পড়তে হবে মাশরাফিদের তা বলাই বাহুল্য।

কারণ আবুধাবিতে আফগানদের বিপক্ষে লড়াইয়ের পরদিনই দুবাইয়ে যেয়ে খেলাটি মুখের কথা নয় অবশ্যই।

তার ওপর মাশরাফিদের লড়াই করতে হবে সেখানকার গরম আবহাওয়ার সাথেও। সবমিলিয়ে কঠিন একটি সমস্যাতেই পড়তে হতে পারে তাদের।

টানা দুই দিন ৫০ ওভারের ম্যাচ খেলা মাশরাফিদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলেই ধরে নেয়া যাচ্ছে।

উল্লেখ্য এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের সাথে তৃতীয় দল হিসেবে গ্রুপটিতে আছে আফগানিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে