ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল চূড়ান্ত ঘোষণা, সৌম্য সাব্বির সহ যারা বাদ পড়ছেন...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১২ ১২:৪৬:০৪
এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল চূড়ান্ত ঘোষণা, সৌম্য সাব্বির সহ যারা বাদ পড়ছেন...

প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৭ অাগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই অনুশীলনের জন্য ৩০ সদস্যের চূড়ান্ত দল করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস এবং টি-টোয়েন্টি ক্রিকেটে পর এবার ওয়ানডে দল থেকে নিজের জায়গা হারাচ্ছেন ব্যাটসম্যান সাব্বির রহমান।

এছাড়াও ইনজুরির কারণে দলে এখনও অনিশ্চিত নাসির হোসেন। ৩০ সদস্যের দলে দেখা যেতে পারে একাধিক নতুন চমক। তবে বিসিবির ভিতরের খবর এশিয়া কাপের জন্য দল এক প্রকার চূড়ান্ত। ওপেনিং এ তামিম ইকবালের সাথে দেখা যেতে পারে নতুন মুখ। সে ক্ষেত্রে দল থেকে এবার পাকা-পাকি ভাবে জায়গা হারাচ্ছেন সৌম্য সরকার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আনামুল হক বিজয় সুয়োগ পেলেও সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। তাই এশিয়া কাপে তামিমের সাথে ওপেনিং এ দেখা যেতে পারে লিটন দাসকে। যদিও বাংলাদেশের ভাবনায় রয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস।

এশিয়া কাপের আগে হাতের অস্ত্রোপচার করলে সাকিবের পরিবর্তে দলে চিন্তাভাবনায় আসতে পারেন মমিনুল হক। অন্যদিকে সাব্বির বাদ পড়ায় এবং নাসির হোসেন ইনজুরিতে থাকার কারণে টি-টোয়েন্টি পর ওয়ানডে দলে দেখা যেতে পারে বোলিং অলরাউন্ডার আরিফুল হককে। তবে বাংলাদেশ ক্রিকেটের এখন বড় খবর আগামীকাল থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে মোহাম্মদ আশরাফুল এর উপর থেকে।

অনেকেই ধারণা করছেন এশিয়া কাপে দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে। যদিও গত ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে ৫ সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন আশরাফুল। তবে আশরাফুলের ৫ সেঞ্চুরি তো মন গলছে না নির্বাচকদের। বাংলাদেশ দলে সুযোগ পেতে হলে অলৌকিক কিছুই করতে হবে মোহাম্মদ আশরাফুলকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে