টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট মাতাতে চান আবু হায়দার রনি

এরই মধ্যে ২৩-এ পা রেখেছেন। এবার ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দল ফিরে দারুণ সাফল্য নিয়ে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে টাইগাররা। সেখানে দুই ম্যাচে আবু হায়দারের বোলিং ছিল দারুণ। মাত্র ১ উইকেট পেলেও রান খরচের দিক থেকে ছিলেন বেশ কৃপণ। নিজের ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজ জয় দেখেছেন তিনি। এমন জয় যা তার আজীবন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হবে বলেই মনে করেন। তবে সবচয়ে বড় বিষয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন এ তরুণ পেসার। এখন আর তিনি ভয় পান না। তার সামনে ক্রিস গেইল আসুক আর এভিন লুইসদের মতো ব্যাটিং দানবরা। তিনি বলেন,
‘আমার জন্য এ সিরিজটি অনেক স্মরণীয় হয়ে থাকবে। অনেক কিছু শেখার ছিল। আমি গেল দুই বছরে মাত্র ১০ ম্যাচ খেললেও অনেক শিখেছি। বিশেষ করে আমি এখন আর কোনো দল বা কোনো ব্যাটসম্যানকেই ভয় পাই না। আগে যেমন একটু ভয় থাকতো, ছয় খাবো বা চার খাবো এসব নিয়ে। এখন মনে করি ছয় বা চার খেলেও ঘুরে দাঁড়াতে পারবো। ব্যাটম্যানকে আউট করতে পারবো। এ সময়ে এটাই আমার বড় অর্জন মনে করি।’
Advertisement - PJM
আবু হায়দার রনিকে নিয়ে বোলিং কোচ কোর্টনি ওয়ালশও দারুণ আশাবাদী। তার মতে রনির সামনে এখন অনেক লম্বা সময় পড়ে আছে। তাই এখন থেকে তার শেখার বিকল্প নেই। রনিকে বার বারই তিনি বলেছেন এখন তুমি যতটা পারো শেখো। যা তার জন্য হয়েছে বাড়তি অনুপ্রেরণা। ওয়ালশের মতো বোলিং কোচের কাছ থেকে কতটা শিখতে পেরেছেন তা নিয়ে রনি বলেন,
‘তার যোগ্যতা সবারই জানা। আমাকে তিনি সব সময়ই বলেন, তোমার সামনে অনেক সময় আছে। তাই ভয় পেয়ে লাভ নেই। এখান থেকেই তোমাকে শিখতে হবে। এবার ওয়েস্ট ইন্ডিজেও একই কথা বলেছেন আমাকে। সেখানে কিভাবে বল করতে হবে তা দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা তিনি তার নিজের অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করেন। সেগুলো আমার দারুণ কাজে আসে। তিনি (ওয়ালশ) আসলে মেন্টর।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন রনি। যুক্তরাষ্ট্রের লডারহিল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৪ ওভার বল করে দিয়েছেন ২৬ রান। তবে কোনো উইকেট পাননি। এরপর দ্বিতীয় ম্যাচে ৩ ওভার বল করে ২৭ রান খরচ করে নিয়েছেন এক উইকেট। এ দুই ম্যাচ জিতেই ইতিহাস রচনা করে বাংলাদেশ। ৬ বছর পর দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নেয়। তাই দুটি ম্যাচেই রনির জন্য দারুণ অভিজ্ঞতার। তিনি বলেন,
‘আসলে ভয় না পাওয়াটা একটি বিষয় তো থাকে। সেই সঙ্গে মাঠে বল করার একটি কৌশল থাকে। কোচ বলেছে যে তুমি ইয়র্কার ভালো করো ঠিক আছে কিন্তু সেটি সব বলে দিতে যেও না। কারণ সব বল ইয়র্কার হবে না। তখন হাফবলি বা শর্ট বলে ছয় মেরে দিবে ব্যাটসম্যান বিশেষ করে ক্যারিবীয়রা ছয়-চার মার পটু। তাই আমি একই ধরনের বল করিনি। এমনকি সাকিব ভাই এসে সাহস দিয়ে ছয় খাবার পর যে ভয় পাওয়ার কিছু নেই। তোর মতো করে চালিয়ে যা। এসবই আমার জন্য দারুণ অভিজ্ঞতা। দুটি ম্যাচ আমার কাছে সেরা। বিশেষ করে আমার ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজ জয় দেখলাম। যা আমাকে অনেক দূর নিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।’
অন্যদিকে এখন পর্যন্ত শুধু টি-টোয়েন্টিতে অভিষেক হলেও তার স্বপ্ন টেস্ট খেলার। তার আগে ওয়ানডে খেলে নিজের হাত পাকিয়ে নিতে চান। রনি বলেন,
‘সব ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে টেস্ট খেলা তা আমারও আছে। তবে ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। যদি ওয়ানডে দলে সুযোগ থাকে সেখানেও নিজেকে প্রমাণ করতে হবে। আমি আমার বোলিং নিয়ে কাজ করছি। আর বেশি মন দেবো ঘরের ক্রিকেটেও। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লীগ ও প্রথম শ্রেণির ম্যাচগুলো বেশি খেলতে চাই। একটা সময় ছিল অন্যান্য পেসারদের জন্য সুযোগ হতো না। এখন আগের তুলনাতে সুযোগ পাচ্ছি বেশি। আশা করি ভালো কিছু করতে পারবো।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা