ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল, তবে……

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১১ ২৩:০৬:১৪
জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল, তবে……

এর আগে বিপিএল ছাড়া ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা থেকে অনেক আগেই মুক্তি পেয়েছেন। এখন সব ধরনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তিনি মুখিয়ে আছেন।

তবে মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফেরা সহজ নয় বলে মনে করছে আশরাফুলের ব্যক্তিগত কোচ ওয়াহিদুল গনি ও আরেক কোচ জালাল চৌধুরি।

ওয়াহিদুল গনি বলেন, “আগামী দিনগুলোতে সবকিছু আশরাফুলের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। যদি সে বিশেষ কিছু করতে পারে তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি লাইফলাইন পেতে পারে। আবার আপনাকে চিন্তা করতে হবে তাকে ডাকার ব্যাপারে বোর্ডের নীতিমালা সম্পর্কেও।”

বর্তমানে দলে থাকা ক্রিকেটারদের থেকে অনেকটাই পিছিয়ে আছেন মনে করে জালাল চৌধুরি বলেন, তার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ফিটনেস। তবে জাতীয় দলে ফেরা আশরাফুলের জন্য অসম্ভব নয় বলেই বিশ্বাস এই কোচের।

তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আবার ডাক পাওয়া মোটেই সহজ হবে না আশরাফুলের জন্য । বাংলাদেশ দলের জন্য যারা খেলছে তাদের থেকে সে অনেক পিছিয়ে। ফিটনেস তার চিন্তার প্রধান কারন হতে পারে। কিন্তু যদি সে নিজের সেরাটা চেষ্টা করতে পারে এটা তার পক্ষে অসম্ভব নয়।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে