ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সাকিবের পর এশিয়া কাপে অনিশ্চিত আরও এক টাইগার ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১১ ১৯:২৯:৩৫
সাকিবের পর এশিয়া কাপে অনিশ্চিত আরও এক টাইগার ক্রিকেটার

তখন আগেক চিন্তায় পড়েছে নাজমুল ইসলাম অপুকে নিয়ে। উইন্ডিজ সফরে চ্যাডউইক ওয়ালটনের পায়ের চাপে হাতে গুরুতর চোট পেয়েছিলেন অপু। পরবর্তীতে ২৫টি সেলাই দিতে হয় তাঁর বাঁহাতে। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে আছেন অপু।

তাই সাকিবের মতো আগামী মাসের এশিয়া কাপে অপু অংশ নিতে পারবেন কিনা সেটি নিয়ে রয়েছে সংশয় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।গভীর চিন্তায় বিসিবি, সাকিবের পর এশিয়া কাপে অনিশ্চিত আরও এক টাইগার ক্রিকেটার

তিনি জানান, ‘অপু বর্তমানে তাঁর বাড়িতে রয়েছে। আগামী দুই কিংবা তিন দিনের মধ্যে সে আমাদের সাথে দেখা করবে। তাঁর হাতে বেশ কিছু সেলাই পরেছে এবং সেলাই কাটার পরেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো।’

তাই এশিয়া কাপে খেলাটা অনেকটা অ নিশ্চিত জানিয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপে সে অংশগ্রহণ করতে পারবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তাঁর তিনটি ক্ষততে খুব বেশি সমস্যা নেই, তবে আরেকটি যেটি আছে সেটি একটু বেশি গুরুতর এবং সেলাই কাটার পরে আমাদের তাঁর হাতের অবস্থা আগে দেখতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে