ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ এ দলের খেলা দেখতে ঢাকা ছাড়ছেন স্টিভ রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১১ ১৭:০৫:৫২
বাংলাদেশ এ দলের খেলা দেখতে ঢাকা ছাড়ছেন স্টিভ রোডস

দলকে আরো অনেক উঁচু জায়গায় নিতে চান তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেছেন তিনি। শুধু তাই নয় আগামী এশিয়া কাপের জন্য ৩০ জন খেলোয়াড়ের আবেদন করেছেন জাতীয় দলের বর্তমান কোচ।

পাশাপাশি টেস্টে ভালো করার জন্য দীর্ঘদেহী ও লম্বা পেসারের খোঁজে আছেন রোডস। জাতীয় দলের ছুটি থাকায় বর্তমানে তিনি আয়ারল্যান্ড অবস্থান করবেন সেখানে বাংলাদেশ এ দলের ১৩,১৫ ও ১৭ আগস্ট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারাই তিনটি ম্যাচে নিজে মাঠে থেকে দেখবেন কোচ স্টিভ রোডস।

আয়ারল্যান্ড সফরের উদ্দেশ্য নিয়ে স্টিভ রোডস বলেছেন,‘এরই মধ্যে আমি জাতীয় দলের টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলটা দেখেছি। এখন পর্যন্ত ২০-২২ জন ক্রিকেটারকে দেখেছি। আয়ারল্যান্ডেও এমন কিছু খেলোয়াড় খেলছে যাদেরকে আমি আগে দেখেছি। আমার এখনকার উদ্দেশ্য তাদের ছাড়া আর কারা ওখানে খেলছে তাদেরকে দেখা।

আশা করছি আয়ারল্যান্ডে খুব কাছ থেকে কয়েকজন ক্রিকেটারকে দেখতে পারব। ‘এ’ দলের কোচ সায়মন হেলমটের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবো।আমি বিশ্বাস করি বাংলাদেশ দল যদি ভবিষ্যতে ভালো করতে চায় তাহলে অবশ্যই ‘এ’ দলকে শক্তিশালী হতে হবে। এই সফরে তারা এখন পর্যন্ত ভালো করেছে। আশা করছি ওখানে গিয়ে ভালোভাবে ওদের আরও দেখতে পারব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে