ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

লর্ডসে ইতিহাসের অপেক্ষায় অ্যান্ডারসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১১ ১৪:৪৯:৫৬
লর্ডসে ইতিহাসের অপেক্ষায় অ্যান্ডারসন

লডর্সে সর্বাধিক টেস্ট উইকেট শিকারের তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে অ্যান্ডারসন। তার পরের অবস্থানে আছেন স্বদেশি স্টুয়ার্ট ব্রড। ভারতের বিপক্ষে প্রথম ইনিংস শেষে দুজনের উইকেট ব্যবধান ২০। অ্যান্ডারসনের যেখানে ৯৯, ব্রডের সেখানে ৭৯। এই তথ্যে একটা জিনিস পরিস্কার, অ্যান্ডারসনই হতে যাচ্ছেন লডর্সে টেস্ট উইকেটের সেঞ্চুরি করা প্রথম বোলার। অর্থাৎ ইতিহাস রচয়িতা।

শুক্রবার অ্যান্ডারসন ক্যারিয়ারে ২৬তম বারের মতো ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেওয়ার পর টিভি ধারাভাষ্যকার বারবার উচ্চারণ করছিলেন ৯৯ সংখ্যাটি। আর ১ উইকেটের অপেক্ষার কথা বলছিলেন। লর্ডসে ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারের সংখ্যায় দ্বিতীয় স্থানে অ্যান্ডারসন। ১৯ উইকেট নিয়েছেন ওয়ানডেকে বিদায় বলা এই পেসার। ২৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ড্যারেন গফ।

১৩৯ টেস্টে ৫৪৯ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। যা ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ। চলমান টেস্টেই ১ উইকেট নিলে যেমন লর্ডসে ১০০ উইকেটর মাইলফলক হবে অ্যান্ডারসনের, তেমনি ৫৫০তম উইকেটও শিকার হবে একই সঙ্গে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে