ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন রাসেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১১ ১২:৩৭:৩৩
ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন রাসেল

এবারের সিপিএলের তৃতীয় ম্যাচে ৪৪৮ রানের রোমাঞ্চকর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল জ্যামাইকা তালাওয়াশ ।

২২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তুলতে শুরু করে জ্যামাইকা । ফিলিপ ও চার্লস দুর্দান্ত শুরু করলেও ফিরে যান ৬ ও ২৪ রানে । এরপর ব্যাটিং বিপর্যয়ে পরে জ্যামাইকা । তবে দ্রুতই বিপর্যয় কাটিয়ে লুইস রাসেলে ম্যাচে ফিরে তারা । সাজঘরে ফেরার আগে লুইস খেলেন ৫২ রানের ঝড়ো এক ইনিংস ।

এরপরই ইতিহাস রচনা করেন রাসেল । সিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ৪৯ বলে ১৩ ছক্কা ৬ চারে ১২১ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌছে দেন রাসেল । একা হাতেই নাইট বোলারদের কাঁপিয়ে দেন রাসের ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরটা খুব বেশি ভালো হয়নি দলটির। দলীয় ১০ রানে নারিন ফিরে গেলও আইপিএলের সতীর্থ ক্রিস লিন ও কোলিন মুনরো জ্যামাইকার বোলারদের অপেক্ষায় রেখে তাণ্ডব চালাতে থাকে। তাদের জুটি ৯৮ রানের জুটি ভাঙে ২৭ বলে ৪৬ রান করে লিনের বিদায়ে।

লিন বিদায় নিলে উইকেটে আসে টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা ব্রেন্ডন ম্যাককালাম। মুনরো-ম্যাককালাম জুটি থেকে আসে মাত্র ২২ রান। ৪২ বলে ৬১ রান করে মুনরো ফিরে গেলে শুরু হয় ম্যাককালাম ঝড়। ব্রাভো ভাইদের ছোটজনকে নিয়ে পুরনো রূপে ফিরে আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান। ৪ ছক্কা ও ৫ চারে মাত্র ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ম্যাককালাম। এছাড়া ড্যারেন ব্রাভোর ১৬ বলে ২৯ রানে ভর করে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ পায় ত্রিনিবাগো নাইট রাইডার্স। শেষ ওভারে ম্যাককালাম-ব্রাভো-রামাদিনকে টানা তিন বলে ফিরিয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক রাসেল ।

ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের কীর্তি গড়লেন রাসেল। গত মাসে ওভালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে কেন্টের হয়ে সারের বিপক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছিলেন জো ডেনলি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে