ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সিপিএলে আজ মুখোমুখি জ্যামাইকা-নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১১ ০১:২২:১৪
সিপিএলে আজ মুখোমুখি জ্যামাইকা-নাইট রাইডার্স

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়। আর বাংলাদেশে ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-২।

এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে জ্যামাইকা। অন্যদিকে ত্রিনবাগো নাইট রাইডার্সের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা সেন্ট লুসিয়াকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারায় ব্রাভোর দল।

ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াড:সুনীল নারাইন, ক্রিস লিন, কলিন মুনরো, ব্রেন্ডন ম্যাককালাম, ড্যারেন ব্রাভো, দিনেশ রামদিন (ডব্লিউ), ডোয়াইন ব্রাভো (জ), জাভন সিয়ারস, ফাওয়াদ আহমেদ, শ্যানন গ্যাব্রিয়েল, আলি খান, কেভন কুপার, আমির জঙ্গি, হামজা তারিক, অ্যান্ডার্সন ফিলিপ, নিকিতা মিলার, খরি পিয়ের, টেরেন্স হন্ডস

জ্যামাইকা টালওয়াস স্কোয়াড:জেরেমিয়ার ব্ল্যাকউইড, আন্দ্রে ম্যাকার্থি, কেনার লেউইস, রস টেলর, রভমান পাওয়েল, আন্দ্রে রাসেল (গ), গ্লেন ফিলিপস, জনসন চার্লস (ওয়াট), ইমাদ ওয়াসিম, স্টিভেন জ্যাকব, স্যামুয়েল বদ্রি, অ্যাডাম জাম্পা, কেমার রোচ , ক্রিশমার সান্তোকি, স্টিভেন টেইলর, ওশেনে টমাস, কার্স্টন কালিচরণ, এলমোর হাচিনসন

ম্যাচটি সরাসরি দেখুন এখানে…

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে