ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

শেষ ম্যাচে পারলো না বাংলাদেশ,দেখুন আয়ারল্যান্ডের কাছে কত উইকেটে হারলো টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১১ ০০:০৮:৫২
শেষ ম্যাচে পারলো না বাংলাদেশ,দেখুন আয়ারল্যান্ডের কাছে কত উইকেটে হারলো টাইগাররা

জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বল খেলে ও ৩.২ ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই ২৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড । সেই সাথে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পায় আয়ারল্যান্ড । অ্যান্ড্রু বালবিরনি ১৬০ রান ও সিমি সিং ২০ রান এ অপরাজিত আছেন। এছাড়াও ১৬ বলে ৪ রান করে আউট হলেন জেমস শ্যানন। ১০৩ বলে ৮৯ রান করে আউট হলেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন ।

আয়ারল্যান্ড এ দল : অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেজ, ডেভিড ডেলনি, জর্জ ডকরেল, জনাথন গ্যাথ, শেন গেটেট, ট্রায়ন কেইন, গ্রাহাম কেনেডি, গ্যারি ম্যাকার্থি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককুলাম, জেমস শ্যানন, সিমি সিং, হ্যারি টেক্টর, স্টুয়ার্ট থাম্পসন, লোরাকান টাকার।

বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার (টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক (ওয়ানডেতে অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে