ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ধোনির সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেন যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১০ ১৩:০৪:০০
ধোনির সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেন যিনি

বর্তমানে ধোনি ব্যস্ত থাকেন সীমিত ওভারের খেলা ও বিভিন্ন কর্মাশিয়াল শূট্যিং নিয়ে। তবে একসাথে এতকিছু কিভাবে সামলে উঠেন তিনি?

এম জিজ্ঞাৎসু থেকে ধোনি নিজেই ফাঁস করলেন তার ‘স্ট্রেস ফ্রি’ থাকার কারন। এক অনুষ্ঠানে ধোনি বলেন, ‘জিভার (ধোনির মেয়ে) মতো কাউকে পাশে পাওয়া দুর্দান্ত এক ব্যাপার। ও ভীষণই প্রাণোচ্ছ্বল।ধোনির সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেন যিনি

সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে সারা দিন ব্যস্ত থাকে জিভা।জিভা নিজের কাজকর্ম নিয়ে ভীষণই সাবধান। ওকে অতটা ভাবতে হয় না। ওকে পেলে আমি সারাদিনের ক্লান্তি ভুলে যাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে