ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

খেলোয়াড় হিসেবে বিশ্বসেরা, কিন্ত মানুষ সাকিব কেন এত বিতর্কিত?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১০ ১২:৫৬:৪৭
খেলোয়াড় হিসেবে বিশ্বসেরা, কিন্ত মানুষ সাকিব কেন এত বিতর্কিত?

বিতর্ক কখনই পিছু ছাড়েনি সাকিবের। বিভিন্নভাবে সমালোচনায় বিদ্ধ হয়েছেন এবং হচ্ছেন। আর সংবাদমাধ্যমের সঙ্গেও তাঁর সম্পর্ক কিছুটা অম্লমধুর। সাকিবের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনগুলো অত্যন্ত একঘেয়ে হয়। তাঁর উত্তরগুলো হয় কাটা কাটা। স্রেফ সোজাসাপ্টা প্রশ্নের উত্তরগুলো দিয়ে চলে যান। ফলে সাংবাদিকদের লেখার তেমন একটা উপাদান তাতে পাওয়া যায় না বললেই চলে। মিডিয়াতে সাকিবের এমন বিরূপ একটা ইমেজ তৈরি হওয়ার পিছনে এটা বেশ বড় একটা কারণ।

পাশাপাশি মাঠের বাইরেও প্রশ্নবিদ্ধ সাকিবের নেতৃত্ব। অধিনায়কদের মাঠে যেমন সপ্রতিভ হতে হয়, তেমনি মাঠের বাইরেও হতে হয় দারুণ অনুপ্রেরণাদায়ী। তবে এটা একজন অধিনাকের জন্য গৎবাঁধা নিয়ম না হলেও অধিনায়কদের কাছ থেকে প্রত্যাশাটা এমনই থাকে। সেদিক থেকে সাকিব পিছিয়ে আছেন বলেই গুজব রয়েছে।

সাকিবের বিতর্কের পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে আমাদের সমর্থকদেরও। কোনো একভাবে সাকিবের দেখা পেয়ে গেলাম আমরা। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বহিঃপ্রকাশটা অধিকাংশ সময়ই হয়- সাকিব, একটা সেলফি!

প্রথমত, অপরিচিতের সাথে দেখা হওয়ার পর শুরুতেই ‘সাকিব’ বলে সম্বোধনটা কতটুকু ভদ্রোচিত, সেটা প্রশ্নসাপেক্ষ। কিন্তু এই সেলফি তোলার বিড়ম্বনাও ঢের কম কিছু নয়। সবার সঙ্গে গ্রুপ সেলফি তুললে হবে না, তুলতে হবে সবার সঙ্গে আলাদা করে। তাতে সাকিব বিমানবন্দরের রিসেপশনে আছেন, নাকি রাস্তায়, নাকি হাসপাতালে, তাতে কারও কিছু যায় আসে না। সেলফি দরকার শুধু, তাতেই আমাদের চলে যায়। যান আমাদের আবদার মেটানোই সাকিবের দায়িত্ব!

আর এসবের ভিড়ে আমরা ভুলে যাই- সাকিব তারকা হলেও একজন রক্তমাংসের মানুষ। তাঁরও বিরক্তি প্রকাশ করার অধিকার আছে। তাই সাকিবকে ‘অহংকারী’ এবং ‘বেয়াদব’ ট্যাগ দিয়ে দেয়াটা ঠিক কতটুকু গ্রহণযোগ্য, ভেবে দেখবেন কি?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে