ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সাব্বিরের জন্য এক্সট্রিম ডিসিশন নিতে হবে : পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১০ ১১:২৭:৪০
সাব্বিরের জন্য এক্সট্রিম ডিসিশন নিতে হবে : পাপন

এদিকে তার এমন আচরণকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আর তিনি এরকম অবস্থাকে ‘ খারাপ’ বলেও অভিহিত করেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন,

“আমরা মনে করেছিলাম, শেষ যে বিচারটি হয়েছিল, তার পর সব ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তাতেও যদি ঠিক না হয়, তাহলে তো এক্সট্রিম ডিসিশন নিতেই হবে, উপায় নেই। তবে এই ধরণের বিশৃঙ্খলা আমি মনে করি ক্রিকেটের জন্য অত্যন্ত অত্যন্ত খারাপ।”

এদিকে গত তিন-চার বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটে অভূতপূর্ব সাফল্য অর্জন করে আসছে। যে কোনো দলের বিপক্ষেই বাংলাদেশ এখন কঠিন প্রতিপক্ষ। আর তাই বাংলাদেশকে নিয়ে ঘাটাঘাটিও কম হয় না। আর তাই দেশের ক্রিকেটকে নিয়ে কোনো বিতর্ক চান না তিনি। তিনি বলেন,

“যেহেতু ক্রিকেটটা বাংলাদশে ভালো জায়গায় আছে এবং বাইরেও সব জায়গায় খোঁজখবর রাখে, এটা নিয়ে বিতর্ক হোক, তা আমরা চাই না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে