বাফুফের কাছে এখনো ২৫ হাজার ডলার পাওনা নেপালের

বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ঘোষণা অনুযায়ী নেপালের ৫০ হাজার ডলার প্রাইজ মানি পাওয়ার কথা ছিল। কিন্তু ওই প্রতিবেদন থেকে জানা যায়, টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় দেড় বছর পর তাদের হাতে ২৫ হাজার ডলার তুলে দেওয়া হয়েছিল। বাকি ২৫ হাজার ডলার এখন পর্যন্ত নেপালকে বুঝিয়ে দেওয়া হয়নি।
২০১৬ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের সর্বশেষ আসরে বাংলাদেশের দুটিসহ মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। সেবারের আসরের ফাইনালে বাহরাইন যুব দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেপাল। এখন পর্যন্ত প্রাইজ মানি বুঝিয়ে না দিলেও টুর্নামেন্টের পরবর্তী আসর আয়োজনের স্বপ্ন দেখছেন বাফুফের কর্তাব্যক্তিরা। জানালেন, পরবর্তী আসরের আগেই বাকি টাকা বুঝিয়ে দেওয়ার কথা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ইতোমধ্যেই অর্ধেক দিয়ে দিয়েছি। আশা করছি বাকি অর্ধেক আগামী টুর্নামেন্টের আগেই নেপালকে বুঝিয়ে দেওয়া হবে।’
সেবারের আসরে পাঁচ কোটি টাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বত্ব কিনেছিল চ্যানেল নাইন। এ ছাড়াও টুর্নামেন্টের সঙ্গে জড়িত ছিল অনেক নামিদামি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। কিন্তু আবু নাঈম সোহাগ জানালেন, বাজেটের চেয়ে বেশি ব্যয়ের কথা। পরের আসর থেকে এমন অভিযোগ উঠবে বলেও আশ্বস্ত করেছেন বাফুফের এই কর্তা।
আবু নাঈম সোহাগ বলেন, ‘গেল বঙ্গবন্ধু গোল্ডকাপের বাজেট ছিল ছয় কোটি টাকা। কিন্তু খরচ হয়ে যায় আট কোটি টাকা। স্বাভাবিকভাবে আর্থিক সীমাবদ্ধতা দেখা দেয়। আশা করি, পরবর্তী টুর্নামেন্ট থেকে এ রকম অপবাদ আর উঠবে না।’
সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাফুফের পক্ষ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে, সেখানে নেপালসহ ফিলিস্তিনের অংশগ্রহণও প্রায় নিশ্চিত। টুর্নামেন্টের বিপণন স্বত্বও বিক্রি করে দেওয়া হয়েছে কে স্পোর্টসের কাছে। টুর্নামেন্টের যাবতীয় খরচ ও প্রাইজ মানি তারা বহন করবে। এ ছাড়াও তাদের কাছ থেকে বাফুফে পাবে এক কোটি টাকা মুনাফা।
সূত্র: প্রথম আলো
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- একাধিক গণমাধ্যমে দাবি ‘নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর’ জানা গেল খবরের সত্যতা
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা