ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বাফুফের কাছে এখনো ২৫ হাজার ডলার পাওনা নেপালের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১০ ০১:২৩:২৭
বাফুফের কাছে এখনো ২৫ হাজার ডলার পাওনা নেপালের

বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ঘোষণা অনুযায়ী নেপালের ৫০ হাজার ডলার প্রাইজ মানি পাওয়ার কথা ছিল। কিন্তু ওই প্রতিবেদন থেকে জানা যায়, টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় দেড় বছর পর তাদের হাতে ২৫ হাজার ডলার তুলে দেওয়া হয়েছিল। বাকি ২৫ হাজার ডলার এখন পর্যন্ত নেপালকে বুঝিয়ে দেওয়া হয়নি।

২০১৬ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের সর্বশেষ আসরে বাংলাদেশের দুটিসহ মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। সেবারের আসরের ফাইনালে বাহরাইন যুব দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেপাল। এখন পর্যন্ত প্রাইজ মানি বুঝিয়ে না দিলেও টুর্নামেন্টের পরবর্তী আসর আয়োজনের স্বপ্ন দেখছেন বাফুফের কর্তাব্যক্তিরা। জানালেন, পরবর্তী আসরের আগেই বাকি টাকা বুঝিয়ে দেওয়ার কথা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ইতোমধ্যেই অর্ধেক দিয়ে দিয়েছি। আশা করছি বাকি অর্ধেক আগামী টুর্নামেন্টের আগেই নেপালকে বুঝিয়ে দেওয়া হবে।’

সেবারের আসরে পাঁচ কোটি টাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বত্ব কিনেছিল চ্যানেল নাইন। এ ছাড়াও টুর্নামেন্টের সঙ্গে জড়িত ছিল অনেক নামিদামি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। কিন্তু আবু নাঈম সোহাগ জানালেন, বাজেটের চেয়ে বেশি ব্যয়ের কথা। পরের আসর থেকে এমন অভিযোগ উঠবে বলেও আশ্বস্ত করেছেন বাফুফের এই কর্তা।

আবু নাঈম সোহাগ বলেন, ‘গেল বঙ্গবন্ধু গোল্ডকাপের বাজেট ছিল ছয় কোটি টাকা। কিন্তু খরচ হয়ে যায় আট কোটি টাকা। স্বাভাবিকভাবে আর্থিক সীমাবদ্ধতা দেখা দেয়। আশা করি, পরবর্তী টুর্নামেন্ট থেকে এ রকম অপবাদ আর উঠবে না।’

সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাফুফের পক্ষ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে, সেখানে নেপালসহ ফিলিস্তিনের অংশগ্রহণও প্রায় নিশ্চিত। টুর্নামেন্টের বিপণন স্বত্বও বিক্রি করে দেওয়া হয়েছে কে স্পোর্টসের কাছে। টুর্নামেন্টের যাবতীয় খরচ ও প্রাইজ মানি তারা বহন করবে। এ ছাড়াও তাদের কাছ থেকে বাফুফে পাবে এক কোটি টাকা মুনাফা।

সূত্র: প্রথম আলো

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে