ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

একটু পরে সিপিএলের নিজের প্রথম ম্যাচে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১০ ০০:১৪:২৫
একটু পরে সিপিএলের নিজের প্রথম ম্যাচে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদ

সরাসির দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। নতুন দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এর হয়ে প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের। এদিকে প্রথম ম্যাচের একাদশে অনেকটাই নিশ্চিত বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ এর সাথে একাদশে রাখা যেতে পারে নেপালের ক্রিকেটার সন্দীপ লামচ্যাণ।

আজকের ম্যাচের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস সম্ভাব্য একাদশ : ক্রিস গেইল, ইভিন লুইস, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, মাহমুদুল্লাহ রিয়াদ, টম কুপার, সন্দীপ লামচ্যাণ, শেলেডন কোটরেল, ব্র্যান্ডন কিং, আলজেরারি জোসেফ, গ্লেন জাভেলে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ক্রিস গেইল, ইভিন লুইস, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, মাহমুদুল্লাহ রিয়াদ, ত্রবরিশ শামসী, টম কুপার, শেলেডন কোটরেল, ব্র্যান্ডন কিং, ডেভন টমাস, গ্রিম ক্রেমার, ফেবারিয়ান অ্যালেন, সন্দীপ লামচ্যাণ, শামরাভ ব্রুকস, জেরেমি লুই , আলজেরারি জোসেফ, ইব্রাহিম খলিল, গ্লেন জাভেলে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে